কাশ্মির হামলার জেরে উত্তপ্ত ভারত-পাকিস্তান: আকাশসীমা ও বাণিজ্যসহ একাধিক চুক্তি বাতিল করলো ইসলামাবাদ

- প্রকাশঃ ০২:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / 18
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। হামলার ঘটনায় পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এর পাল্টা জবাব হিসেবে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইসলামাবাদ একাধিক কূটনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা গ্রহণ করেছে।
পাকিস্তান সরকারের ঘোষণায় জানানো হয়, দেশটি সিমলা চুক্তি বাতিল, ওয়াঘা সীমান্ত বন্ধ এবং ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সকল বিমানের পাকিস্তানের আকাশসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। একইসঙ্গে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্তও কার্যকর হয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের ভূখণ্ড ব্যবহার করে কোনো তৃতীয় দেশের পণ্যও ভারতে প্রবেশ বা ভারত থেকে বাইরে যেতে পারবে না।”
এছাড়া সার্ক ভুক্ত বিশেষ ভিসা সুবিধাও বাতিল করেছে পাকিস্তান। যেসব ভারতীয় নাগরিকের কাছে এ ভিসা রয়েছে, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়তে বলা হয়েছে।
আরও কঠোর পদক্ষেপ হিসেবে পাকিস্তানে অবস্থানরত ভারতীয় সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং ভারতীয় দূতাবাসের কর্মকর্তা সংখ্যা ৩০-এ সীমিত করতে নির্দেশ দেওয়া হয়েছে, যা আগামী ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে।
এদিন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে। বৈঠকে ভারতের সাথে সিন্ধু নদ পানি চুক্তি বাতিলের সিদ্ধান্তেরও তীব্র নিন্দা জানানো হয়। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, “যদি ভারত সিন্ধু নদীর পানিপ্রবাহে বিঘ্ন ঘটায়, তা যুদ্ধ ঘোষণার সমান হবে এবং সেইভাবে জবাব দেওয়া হবে।”
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত দাবি করে, হামলায় পাকিস্তানের নাগরিকরা জড়িত। তবে ইসলামাবাদ এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এবং হামলার ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে। সূত্র: আল জাজিরা