গাজায় ইসরায়েলি হামলায় ২৯ বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত: নিহতের মোট সংখ্যা ছাড়ালো ৫২ হাজার

- প্রকাশঃ ০৫:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 13
ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় আরও ২৯ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৯ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হওয়া হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল জানায়।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর জানান, দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে আবু সাহলুল পরিবারের বাড়িতে বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হন। একইদিনে শহরের আল-তুফাহ এলাকায় শাফের পূর্বাঞ্চলে আরেকটি হামলায় ৪ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

এই মুহূর্তে গাজা জুড়ে মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪১৮ জনে। একই সময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ১৮ হাজার ৯১ জন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় অনেক মানুষ আটকে আছেন, যাদের উদ্ধারে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী চরমভাবে ব্যর্থ হচ্ছে বা সীমিত সামর্থ্যের কারণে পৌঁছাতে পারছে না।
আরও পড়ুন
কাশ্মির হামলার জেরে উত্তপ্ত ভারত-পাকিস্তান
জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজা উপত্যকায় চলমান এই সংকটকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছে। যুদ্ধের কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যে ভেঙে পড়েছে। আশ্রয়হীন, খাদ্য-সংকটে জর্জরিত লক্ষাধিক মানুষ বেঁচে থাকার লড়াইয়ে প্রতিনিয়ত জীবন হারাচ্ছেন।
গাজায় চলমান এই পরিস্থিতি বিশ্বজুড়ে উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার অস্ত্রবিরতির আহ্বান জানালেও, ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।