পাকিস্তানে ভারতীয় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

- প্রকাশঃ ০৬:৩৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 7
নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় টানা দুই সপ্তাহের টানাপোড়েনের পর অবশেষে পাকিস্তানের ৯টি লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ‘অপারেশন সিন্দুর’ বলে এক সামরিক অভিযানের নাম নিয়ে এই হামলা চালায় ভারতীয় বাহিনী। ডন।
পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের বরাতে জিও নিউজ জানিয়েছে, ভারতের হামলার লক্ষ্যবস্তু ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের কোটলি, বাহাওয়ালপুর এবং মুজাফফরাবাদ অঞ্চল।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে এ নিয়ে বলেন, ভারত আকাশপথ থেকে এই হামলা চালিয়েছে এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেনি। এ ঘটনায় আহমেদপুরে এক শিশু ও কোটলিতে দুই বেসামরিক নাগরিকের শহীদ হওয়ার খবর পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি
তিনি আরও জানান, বাহাওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকার সুবহানুল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফফরাবাদে হামলার ঘটনা ঘটেছে।
এই হামলার কিছুক্ষণ পরই আক্রান্ত এলাকায় দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান বিমানবাহিনী। পাশাপাশি ভারতের একটি সেনাা ঘাঁটিতে হামলার কথাও জানিয়েছে দেশটি। তবে হামলা চালানোর স্থানটি নির্দিষ্ট করে উল্লেখ করেনি তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ সংলগ্ন পাহাড়ি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে ওই অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের মামলার চেয়েও কঠোরভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এ ছাড়া, আহমেদপুর এলাকায় মসজিদে হামলার বিষয়কেও তিনি ভারতের আরএসএসের উগ্র হিন্দুত্ববাদী আদর্শের পরিচায়ক বলে মন্তব্য করেন।
অপর দিকে, ভারতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ নামের একটি সামরিক অভিযানের অংশ হিসেবে পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের মোট ৯টি স্থানে হামলা চালানো হয়েছে। তবে পাকিস্তানের প্রতিরোধ গড়া বা পাল্টা হামলার বিষয়ে এখনও কিছু জানায়নি ভারতীয় সেনাবাহিনী।
প্রসঙ্গত, গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগামে কথিত ‘সন্ত্রাসী হামলা’-এর পর থেকেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা পৌঁছেছিল চরমে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বারবার উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও মঙ্গলবারের ভারতের এই হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।