হজ নিরাপত্তায় মক্কায় যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল স্থাপন সৌদি আরবের

- প্রকাশঃ ০২:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 50
পবিত্র হজ উপলক্ষে লাখো তীর্থযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে মক্কায় যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ব্যবস্থা হজযাত্রীদের নিরাপত্তায় ‘একটি প্রহরী ভূমিকা’ পালন করবে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, মক্কার আবরাজ আল বাইত টাওয়ারের পটভূমিতে মোতায়েন করা হয়েছে প্যাট্রিয়ট লঞ্চার। এই প্রতিরক্ষা ব্যবস্থা মূলত আকাশপথে হামলা বা হুমকি মোকাবিলায় ব্যবহৃত হয়।
সৌদি কর্তৃপক্ষ বলছে, হজ মৌসুমে লক্ষাধিক মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। তবে, এই পদক্ষেপ নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ এটিকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে প্রশংসা করলেও, অনেকেই সৌদি আরবের মার্কিন সামরিক সহযোগিতার বিষয়টি নিয়ে সমালোচনা করছেন বিশেষ করে গাজা পরিস্থিতির প্রেক্ষাপটে।
এর আগে সৌদি হজমন্ত্রী তৌফিক রাবিয়া জানিয়েছেন, হজ উপলক্ষে ২ লাখ ৫০ হাজারের বেশি কর্মী নিয়োজিত রয়েছেন নিরাপত্তা ও সেবামূলক কাজে, এবং ৪০টিরও বেশি সংস্থার সমন্বয়ে পরিচালিত হচ্ছে হজ কার্যক্রম।
উল্লেখ্য, প্যাট্রিয়ট একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ক্রুজ মিসাইল, ড্রোন বা শত্রু বিমানের মতো হুমকি ঠেকাতে সক্ষম।