ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের মণিপুরে রাজ্যে ফের অশান্তি, পাঁচ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ

  • প্রকাশঃ ০৯:৪০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 42

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যার জেরে রাজ্য সরকার ইম্ফলসহ পাঁচটি জেলায় মোবাইল ইন্টারনেট ও ডেটা পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। গত ৭ জুন রাত ১১:৪৫ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়, যা প্রাথমিকভাবে পাঁচ দিন চলবে বলে জানানো হয়েছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবল, কাকচিং ও বিষ্ণুপুর জেলায় মোবাইল ইন্টারনেট, VPN, VSAT সহ অন্যান্য সব ধরনের ডেটা পরিষেবা বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে, কয়েকটি জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং চার বা ততোধিক ব্যক্তির জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরিস্থিতির সূত্রপাত গত সপ্তাহান্তে, যখন মেইতেই চরমপন্থী গোষ্ঠী “আরামবাই তেংগোল”-এর পাঁচ নেতাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হয়। ইম্ফলের রাস্তায় বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন দেয়, পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং সহিংসতা ছড়িয়ে পড়ে।

রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে ভুয়া খবর, উসকানিমূলক ছবি ও ঘৃণামূলক বার্তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

মণিপুরে এই প্রথম নয়। ২০২৩ সালেও রাজ্যটিতে টানা ১৪২ দিন ইন্টারনেট বন্ধ ছিল, যা সমগ্র দেশে নজিরবিহীন। ওই সময় মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে প্রাণ হারিয়েছিল অন্তত ২৫০ জন, বাস্তুচ্যুত হয়েছিল হাজার হাজার মানুষ।

মানবাধিকার সংস্থাগুলো ও নাগরিক সমাজের দাবি, বারবার ইন্টারনেট বন্ধ করা সাধারণ মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিদিনের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

ভারতের মণিপুরে রাজ্যে ফের অশান্তি, পাঁচ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ

প্রকাশঃ ০৯:৪০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যার জেরে রাজ্য সরকার ইম্ফলসহ পাঁচটি জেলায় মোবাইল ইন্টারনেট ও ডেটা পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। গত ৭ জুন রাত ১১:৪৫ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়, যা প্রাথমিকভাবে পাঁচ দিন চলবে বলে জানানো হয়েছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবল, কাকচিং ও বিষ্ণুপুর জেলায় মোবাইল ইন্টারনেট, VPN, VSAT সহ অন্যান্য সব ধরনের ডেটা পরিষেবা বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে, কয়েকটি জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং চার বা ততোধিক ব্যক্তির জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরিস্থিতির সূত্রপাত গত সপ্তাহান্তে, যখন মেইতেই চরমপন্থী গোষ্ঠী “আরামবাই তেংগোল”-এর পাঁচ নেতাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হয়। ইম্ফলের রাস্তায় বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন দেয়, পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং সহিংসতা ছড়িয়ে পড়ে।

রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে ভুয়া খবর, উসকানিমূলক ছবি ও ঘৃণামূলক বার্তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

মণিপুরে এই প্রথম নয়। ২০২৩ সালেও রাজ্যটিতে টানা ১৪২ দিন ইন্টারনেট বন্ধ ছিল, যা সমগ্র দেশে নজিরবিহীন। ওই সময় মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে প্রাণ হারিয়েছিল অন্তত ২৫০ জন, বাস্তুচ্যুত হয়েছিল হাজার হাজার মানুষ।

মানবাধিকার সংস্থাগুলো ও নাগরিক সমাজের দাবি, বারবার ইন্টারনেট বন্ধ করা সাধারণ মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিদিনের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা