খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

- প্রকাশঃ ১১:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 2
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে অসুস্থ বোধ করার পর পরীক্ষা-নিরীক্ষায় তার অন্ত্রে প্রদাহ ও শরীরে পানিশূন্যতা ধরা পড়ে। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের পরামর্শে তিন দিন বাসায় বিশ্রামে থাকবেন বলে জানানো হয়েছে।
রোববার (২০ জুলাই) এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ৭৫ বছর বয়সী নেতানিয়াহুর শরীরে রক্তনালীর মাধ্যমে তরল পদার্থ সরবরাহ করা হচ্ছে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি বাসা থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।
বিবৃতিতে আরও বলা হয়, “প্রধানমন্ত্রী নেতানিয়াহু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কিছু নেই। তিনি আগামী দিনগুলোতে বাসা থেকেই সরকার পরিচালনার দায়িত্ব পালন করবেন।”
এর আগে নেতানিয়াহু গত বছর গরমের মধ্যে সমুদ্র তীরবর্তী এলাকায় ছুটি কাটাতে গিয়ে পানিশূন্যতায় ভুগেছিলেন। তখনও তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল।
চলমান গাজা যুদ্ধ ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মধ্যে নেতানিয়াহুর শারীরিক অসুস্থতা ইসরায়েলের রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তবে সরকারিভাবে জানানো হয়েছে, তার অসুস্থতা শাসন বা নীতিগত কোনো কার্যক্রমে প্রভাব ফেলবে না।