ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজা সংকটের প্রতিবাদে সিডনিতে তিন লাখ মানুষের র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০৮:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 1

অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজজুড়ে প্যালেস্টাইনপন্থী বৃষ্টিভেজা জনস্রোত | ছবি: সংগৃহীত


অস্ট্রেলিয়ার সিডনি শহরে হারবার ব্রিজজুড়ে প্যালেস্টাইনের সমর্থনে বৃষ্টির মধ্যেও অনুষ্ঠিত হয়েছে এক বিরাট প্রতিবাদ র‍্যালি। আয়োজকদের তথ্যমতে, এতে প্রায় ৩ লাখ মানুষ অংশ নেন।

গতকাল অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালতের রায়ের পর স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আজ (রোববার) সকালে র‍্যালিটি শুরু হয়। আন্দোলনকারীরা জানান, গাজায় চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগিয়ে তুলতেই এই আয়োজন।

বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণকারীরা “ফ্রি প্যালেস্টাইন” ও “স্টপ জেনোসাইড” স্লোগান দিয়ে তাদের অবস্থান জানান দেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, র‍্যালির কারণে শহরের পরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

প্রতিবাদকারীদের দাবি, গাজায় ইতোমধ্যে অর্ধেকের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, এবং হাজার হাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছে যা তাদের এই প্রতিবাদের মূল কারণ।

এই র‍্যালিতে উপস্থিত ছিলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জসহ একাধিক বিশিষ্টজন। আয়োজকরা একে শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং ‘নৈতিক দায়বদ্ধতার প্রকাশ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গাজা সংকটের প্রতিবাদে সিডনিতে তিন লাখ মানুষের র‍্যালি

প্রকাশঃ ০৮:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজজুড়ে প্যালেস্টাইনপন্থী বৃষ্টিভেজা জনস্রোত | ছবি: সংগৃহীত


অস্ট্রেলিয়ার সিডনি শহরে হারবার ব্রিজজুড়ে প্যালেস্টাইনের সমর্থনে বৃষ্টির মধ্যেও অনুষ্ঠিত হয়েছে এক বিরাট প্রতিবাদ র‍্যালি। আয়োজকদের তথ্যমতে, এতে প্রায় ৩ লাখ মানুষ অংশ নেন।

গতকাল অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালতের রায়ের পর স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আজ (রোববার) সকালে র‍্যালিটি শুরু হয়। আন্দোলনকারীরা জানান, গাজায় চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগিয়ে তুলতেই এই আয়োজন।

বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণকারীরা “ফ্রি প্যালেস্টাইন” ও “স্টপ জেনোসাইড” স্লোগান দিয়ে তাদের অবস্থান জানান দেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, র‍্যালির কারণে শহরের পরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

প্রতিবাদকারীদের দাবি, গাজায় ইতোমধ্যে অর্ধেকের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, এবং হাজার হাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছে যা তাদের এই প্রতিবাদের মূল কারণ।

এই র‍্যালিতে উপস্থিত ছিলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জসহ একাধিক বিশিষ্টজন। আয়োজকরা একে শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং ‘নৈতিক দায়বদ্ধতার প্রকাশ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”