ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী অলি পদত্যাগ, পার্লামেন্ট ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০৭:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 6

নেপালের পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা | ছবি: নরেন্দ্র শ্রেষ্ঠ/ইপিএ


বিক্ষোভের মুখে আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। তাঁর পদত্যাগের পরই দেশজুড়ে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনে ঢুকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পার্লামেন্ট সচিবালয়ের মুখপাত্র একরাম গিরি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, শত শত বিক্ষোভকারী ভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়।

এএফপি জানিয়েছে, সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও আগুন দেওয়া হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জনতা পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশ করেছে, ভবন থেকে ধোঁয়া উড়ছে। নেপালের স্পেস টিভির সরাসরি সম্প্রচারে দেখা গেছে, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর হাজারো মানুষ জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমেছেন। অনেকেই মোটর শোভাযাত্রা করেছেন, রং ছিটিয়ে আনন্দ প্রকাশ করেছেন।

এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নেপালে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে তরুণদের পছন্দের তালিকার শীর্ষে উঠে এসেছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ, যিনি বালেন নামেই বেশি পরিচিত। তরুণদের আন্দোলনের সময় তিনি প্রকাশ্যে সমর্থন জানিয়ে এসেছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হ্যাশট্যাগ ‘#BalenDaiTakeTheLead’ ব্যবহার করে তাঁকে নেতৃত্ব গ্রহণের আহ্বান জানাচ্ছেন।

নেপালের প্রভাবশালী দৈনিক দ্য কাঠমান্ডু পোস্ট–এর সম্পাদকীয়তেও বলা হয়েছে, পরিবর্তনের নেতৃত্ব এখন তরুণদের হাতেই। সেখানে লেখা হয়েছে, “যারা এতদিন রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পদ ভেবে শাসন করেছেন, তাদের বিদায় নেওয়ার সময় এসেছে। ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে নতুন প্রজন্ম, এবারও তার ব্যতিক্রম হবে না।”

প্রধানমন্ত্রী অলি ও তাঁর সহযোগীদের সমালোচনা করে সম্পাদকীয়তে বলা হয়, তাঁদের অপরাধ শুধু দুর্নীতি বা সম্পদ লুট নয়, বরং সুশাসনের দাবিতে রাস্তায় নামা তরুণদের হত্যাও। তাই নতুন প্রজন্মের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশকে নির্বাচন ও সংস্কারের পথে এগিয়ে নিতে হবে।

বিক্ষোভকারীদের পক্ষ থেকেও বালেন্দ্র শাহকে সংকট উত্তরণের নেতৃত্ব গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে নিজের ফেসবুক পোস্টে বালেন তরুণদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এখন প্রাণহানি ঠেকানো এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গুরুত্ব দিতে হবে। বালেন উল্লেখ করেছেন, নেপালের ভবিষ্যৎ তরুণদের হাতেই। আর সেই নেতৃত্ব গ্রহণের দাবি এখন রাস্তায় গর্জে উঠেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী অলি পদত্যাগ, পার্লামেন্ট ভবনে আগুন

প্রকাশঃ ০৭:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

নেপালের পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা | ছবি: নরেন্দ্র শ্রেষ্ঠ/ইপিএ


বিক্ষোভের মুখে আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। তাঁর পদত্যাগের পরই দেশজুড়ে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনে ঢুকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পার্লামেন্ট সচিবালয়ের মুখপাত্র একরাম গিরি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, শত শত বিক্ষোভকারী ভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়।

এএফপি জানিয়েছে, সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও আগুন দেওয়া হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জনতা পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশ করেছে, ভবন থেকে ধোঁয়া উড়ছে। নেপালের স্পেস টিভির সরাসরি সম্প্রচারে দেখা গেছে, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর হাজারো মানুষ জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমেছেন। অনেকেই মোটর শোভাযাত্রা করেছেন, রং ছিটিয়ে আনন্দ প্রকাশ করেছেন।

এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নেপালে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে তরুণদের পছন্দের তালিকার শীর্ষে উঠে এসেছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ, যিনি বালেন নামেই বেশি পরিচিত। তরুণদের আন্দোলনের সময় তিনি প্রকাশ্যে সমর্থন জানিয়ে এসেছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হ্যাশট্যাগ ‘#BalenDaiTakeTheLead’ ব্যবহার করে তাঁকে নেতৃত্ব গ্রহণের আহ্বান জানাচ্ছেন।

নেপালের প্রভাবশালী দৈনিক দ্য কাঠমান্ডু পোস্ট–এর সম্পাদকীয়তেও বলা হয়েছে, পরিবর্তনের নেতৃত্ব এখন তরুণদের হাতেই। সেখানে লেখা হয়েছে, “যারা এতদিন রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পদ ভেবে শাসন করেছেন, তাদের বিদায় নেওয়ার সময় এসেছে। ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে নতুন প্রজন্ম, এবারও তার ব্যতিক্রম হবে না।”

প্রধানমন্ত্রী অলি ও তাঁর সহযোগীদের সমালোচনা করে সম্পাদকীয়তে বলা হয়, তাঁদের অপরাধ শুধু দুর্নীতি বা সম্পদ লুট নয়, বরং সুশাসনের দাবিতে রাস্তায় নামা তরুণদের হত্যাও। তাই নতুন প্রজন্মের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশকে নির্বাচন ও সংস্কারের পথে এগিয়ে নিতে হবে।

বিক্ষোভকারীদের পক্ষ থেকেও বালেন্দ্র শাহকে সংকট উত্তরণের নেতৃত্ব গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে নিজের ফেসবুক পোস্টে বালেন তরুণদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এখন প্রাণহানি ঠেকানো এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গুরুত্ব দিতে হবে। বালেন উল্লেখ করেছেন, নেপালের ভবিষ্যৎ তরুণদের হাতেই। আর সেই নেতৃত্ব গ্রহণের দাবি এখন রাস্তায় গর্জে উঠেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”