ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ: সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, স্ত্রী নিহত

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৯:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 4

কাঠমান্ডুর সড়কে বিক্ষুব্ধ জনতা | ছবি: এএফপি


নেপালে সহিংস বিক্ষোভে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জেলায় বিক্ষোভকারীরা সড়কে নামায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর।

পরিবারের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর ডাল্লু এলাকায় খানালের বাড়িতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে রাজ্যলক্ষ্মী গুরুতর দগ্ধ হন। পরে তাঁকে কির্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে কাঠমান্ডুর সিংহ দরবার প্রাসাদ কমপ্লেক্স এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের প্রকাশ্যে ভারী অস্ত্র বহন করতে দেখা গেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অস্ত্রধারীরা গুলি চালানোর ভঙ্গিতে অবস্থান নেন।

এর আগের দিন সোমবার পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। ওই ঘটনায় অন্তত ১৯ জন নিহত হন। মঙ্গলবার আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সিংহ দরবার প্রাসাদের সামনে অস্ত্র হাতে এক বিক্ষোভকারী। মঙ্গলবার কাঠমান্ডুতে | ছবি: এএফপি


তরুণদের নেতৃত্বে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেলও পদত্যাগ করেছেন। যদিও প্রেসিডেন্টের কার্যালয় এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। পানিমন্ত্রী ও কৃষিমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীও ইতোমধ্যে পদত্যাগ করেছেন।

সাবেক প্রধানমন্ত্রীর ওপর হামলা

কাঠমান্ডুর নিজ বাসায় হামলার শিকার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা তাঁর বাড়িতে ভাঙচুর চালায় এবং শের বাহাদুর ও তাঁর স্ত্রীকে মারধর করে।

গণমাধ্যম কমপ্লেক্সে অগ্নিসংযোগ

মঙ্গলবার বিকেলে রাজধানীতে অবস্থিত কান্তিপুর পাবলিকেশনসের মিডিয়া কমপ্লেক্সে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এতে কান্তিপুর টিভি ও দ্য কাঠমান্ডু পোস্ট–এর কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে এক্স-এ দেওয়া পোস্টে দ্য কাঠমান্ডু পোস্ট জানায়, অগ্নিকাণ্ডে তাদের সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে।

কারফিউ অমান্য করে আন্দোলন

অলি সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে হাজারো মানুষ রাজপথে নেমে আসেন। কাঠমান্ডুসহ অন্তত সাতটি শহরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়। নিরাপত্তা বাহিনীর টিয়ারশেল নিক্ষেপে রাজধানীর বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে নেপালে বাংলাদেশ দূতাবাস জরুরি বিজ্ঞপ্তি জারি করে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের নিজ নিজ আবাসস্থলে অবস্থানের নির্দেশ দিয়েছে। এছাড়া ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের আপাতত নেপালে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ: সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, স্ত্রী নিহত

প্রকাশঃ ০৯:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

কাঠমান্ডুর সড়কে বিক্ষুব্ধ জনতা | ছবি: এএফপি


নেপালে সহিংস বিক্ষোভে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জেলায় বিক্ষোভকারীরা সড়কে নামায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর।

পরিবারের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর ডাল্লু এলাকায় খানালের বাড়িতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে রাজ্যলক্ষ্মী গুরুতর দগ্ধ হন। পরে তাঁকে কির্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে কাঠমান্ডুর সিংহ দরবার প্রাসাদ কমপ্লেক্স এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের প্রকাশ্যে ভারী অস্ত্র বহন করতে দেখা গেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অস্ত্রধারীরা গুলি চালানোর ভঙ্গিতে অবস্থান নেন।

এর আগের দিন সোমবার পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। ওই ঘটনায় অন্তত ১৯ জন নিহত হন। মঙ্গলবার আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সিংহ দরবার প্রাসাদের সামনে অস্ত্র হাতে এক বিক্ষোভকারী। মঙ্গলবার কাঠমান্ডুতে | ছবি: এএফপি


তরুণদের নেতৃত্বে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেলও পদত্যাগ করেছেন। যদিও প্রেসিডেন্টের কার্যালয় এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। পানিমন্ত্রী ও কৃষিমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীও ইতোমধ্যে পদত্যাগ করেছেন।

সাবেক প্রধানমন্ত্রীর ওপর হামলা

কাঠমান্ডুর নিজ বাসায় হামলার শিকার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা তাঁর বাড়িতে ভাঙচুর চালায় এবং শের বাহাদুর ও তাঁর স্ত্রীকে মারধর করে।

গণমাধ্যম কমপ্লেক্সে অগ্নিসংযোগ

মঙ্গলবার বিকেলে রাজধানীতে অবস্থিত কান্তিপুর পাবলিকেশনসের মিডিয়া কমপ্লেক্সে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এতে কান্তিপুর টিভি ও দ্য কাঠমান্ডু পোস্ট–এর কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে এক্স-এ দেওয়া পোস্টে দ্য কাঠমান্ডু পোস্ট জানায়, অগ্নিকাণ্ডে তাদের সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে।

কারফিউ অমান্য করে আন্দোলন

অলি সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে হাজারো মানুষ রাজপথে নেমে আসেন। কাঠমান্ডুসহ অন্তত সাতটি শহরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়। নিরাপত্তা বাহিনীর টিয়ারশেল নিক্ষেপে রাজধানীর বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে নেপালে বাংলাদেশ দূতাবাস জরুরি বিজ্ঞপ্তি জারি করে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের নিজ নিজ আবাসস্থলে অবস্থানের নির্দেশ দিয়েছে। এছাড়া ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের আপাতত নেপালে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”