ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

- প্রকাশঃ ০৮:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 23
কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ঘোষণা বিশ্বজুড়ে স্বীকৃতিদাতা দেশের সংখ্যা দাঁড়ালো ১৫০ | ছবি: সংগৃহীত
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। আজ রোববার (২১ সেপ্টেম্বর) একযোগে এই তিন দেশ ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি জানায়। এর মধ্য দিয়ে শিল্পোন্নত সাত দেশের (জি–সেভেন) মধ্যে যুক্তরাজ্য ও কানাডা প্রথমবারের মতো এ স্বীকৃতি দিল।
প্রথমে কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, আজ থেকে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে। আমরা চাই ফিলিস্তিন ও ইসরায়েল একসঙ্গে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলুক, এবং এ প্রতিশ্রুতি পূরণে কানাডা কাজ করবে।
এরপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা দেন, তার দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, এই ফিলিস্তিন রাষ্ট্রে সন্ত্রাসী গোষ্ঠী হামাসের কোনো ভূমিকা থাকবে না।
সবশেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিও বার্তায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে ভয়াবহতা বাড়তে থাকার মুখে আমরা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ও শান্তির সম্ভাবনাকে জাগিয়ে রাখতে চাই। এর মানে হলো—একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পাশে একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল, যা বর্তমানে অনুপস্থিত। ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতির সময় এখন এসেছে।”
স্টারমার আরও বলেন, তাই আজ দ্বিরাষ্ট্রীয় সমাধান ও শান্তির আশা পুনরুজ্জীবিত করতে আমি এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে স্পষ্ট ঘোষণা করছি—যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়ালো ১৫০।