ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বুকে আবু সাঈদ, হাতে বাংলাদেশের পতাকা—গাজার পথে শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 32

গাজার উদ্দেশ্যে ১০০ মাইল দূরে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ শহিদুল আলম জানালেন— এখনো বিপজ্জনক কিছু ঘটেনি | ছবি: প্রজন্ম কথা


গাজা থেকে মাত্র ১০০ মাইল দূরে পৌঁছেছে আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদের নিয়ে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। ইসরায়েলের একাধিক হুঁশিয়ারি উপেক্ষা করেই নৌবহরটি দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তবে এখনো বড় কোনো হামলা বা বাধার মুখে পড়তে হয়নি বলে জানিয়েছেন বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম।

তিনি বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুকে লিখেছেন, আমার ড্রোন ওয়াচ দেখাচ্ছে—আরও এক ঘণ্টা যেতে হবে, যেখানে আমরা সাধারণত সম্ভাব্য আক্রমণের প্রতি নজর রাখি। এর আগে একটি তুর্কি জাহাজ দেখা গেছে, তবে এখন পর্যন্ত বিপজ্জনক কিছু ঘটেনি।

ফ্লোটিলার যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং রাজনৈতিক নেতারা ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন।

ইতালি ও গ্রিসের যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েল যেন অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করে এবং কনস্যুলার সুরক্ষা প্রদান করে। যদিও তারা প্রস্তাব দিয়েছে—গাজার জন্য পাঠানো সহায়তা ‘লাতিন প্যাট্রিয়ার্কেট অব জেরুজালেম’-এর মাধ্যমে বিতরণ করতে, কিন্তু ফ্লোটিলা কর্মীরা সেটি প্রত্যাখ্যান করেছেন।

ইসরায়েলি আরব সংস্থা আদালাহ জানিয়েছে, ফ্লোটিলা কর্মীদের আটক করা হলে তারা আইনি সহায়তা দিতে প্রস্তুত। সংস্থাটির দাবি, ইসরায়েল অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় আটকে রাখার পরিকল্পনা করছে, যার কোনো আইনি ভিত্তি নেই।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরায়েলের গণহত্যার মুখে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ভাঙতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা রাষ্ট্রগুলোর প্রতি ফ্লোটিলার নিরাপদ যাত্রা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

অন্তত ২০ জন মার্কিন কংগ্রেস সদস্য মার্কো রুবিও-কে লেখা চিঠিতে ফ্লোটিলার যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলেছেন। সই করেছেন রাশিদা তালাইব, ইলহান ওমর, গ্রেগ কাসার এবং আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজসহ প্রভাবশালী কংগ্রেস সদস্যরা। তাদের বক্তব্য, এই বেসামরিক যাত্রীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এক বিবৃতিতে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেন, এখনো সময় আছে। অনুগ্রহ করে সহায়তা শান্তিপূর্ণভাবে সাইপ্রাস, আশকেলন মেরিনা কিংবা আশেপাশের অন্য যেকোনো বন্দর দিয়ে পাঠান।

এখন পুরো বিশ্বের দৃষ্টি এই মানবিক মিশনের দিকে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি ইসরায়েলের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বুকে আবু সাঈদ, হাতে বাংলাদেশের পতাকা—গাজার পথে শহিদুল আলম

প্রকাশঃ ১০:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

গাজার উদ্দেশ্যে ১০০ মাইল দূরে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ শহিদুল আলম জানালেন— এখনো বিপজ্জনক কিছু ঘটেনি | ছবি: প্রজন্ম কথা


গাজা থেকে মাত্র ১০০ মাইল দূরে পৌঁছেছে আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদের নিয়ে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। ইসরায়েলের একাধিক হুঁশিয়ারি উপেক্ষা করেই নৌবহরটি দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তবে এখনো বড় কোনো হামলা বা বাধার মুখে পড়তে হয়নি বলে জানিয়েছেন বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম।

তিনি বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুকে লিখেছেন, আমার ড্রোন ওয়াচ দেখাচ্ছে—আরও এক ঘণ্টা যেতে হবে, যেখানে আমরা সাধারণত সম্ভাব্য আক্রমণের প্রতি নজর রাখি। এর আগে একটি তুর্কি জাহাজ দেখা গেছে, তবে এখন পর্যন্ত বিপজ্জনক কিছু ঘটেনি।

ফ্লোটিলার যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং রাজনৈতিক নেতারা ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন।

ইতালি ও গ্রিসের যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েল যেন অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করে এবং কনস্যুলার সুরক্ষা প্রদান করে। যদিও তারা প্রস্তাব দিয়েছে—গাজার জন্য পাঠানো সহায়তা ‘লাতিন প্যাট্রিয়ার্কেট অব জেরুজালেম’-এর মাধ্যমে বিতরণ করতে, কিন্তু ফ্লোটিলা কর্মীরা সেটি প্রত্যাখ্যান করেছেন।

ইসরায়েলি আরব সংস্থা আদালাহ জানিয়েছে, ফ্লোটিলা কর্মীদের আটক করা হলে তারা আইনি সহায়তা দিতে প্রস্তুত। সংস্থাটির দাবি, ইসরায়েল অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় আটকে রাখার পরিকল্পনা করছে, যার কোনো আইনি ভিত্তি নেই।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরায়েলের গণহত্যার মুখে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ভাঙতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা রাষ্ট্রগুলোর প্রতি ফ্লোটিলার নিরাপদ যাত্রা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

অন্তত ২০ জন মার্কিন কংগ্রেস সদস্য মার্কো রুবিও-কে লেখা চিঠিতে ফ্লোটিলার যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলেছেন। সই করেছেন রাশিদা তালাইব, ইলহান ওমর, গ্রেগ কাসার এবং আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজসহ প্রভাবশালী কংগ্রেস সদস্যরা। তাদের বক্তব্য, এই বেসামরিক যাত্রীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এক বিবৃতিতে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেন, এখনো সময় আছে। অনুগ্রহ করে সহায়তা শান্তিপূর্ণভাবে সাইপ্রাস, আশকেলন মেরিনা কিংবা আশেপাশের অন্য যেকোনো বন্দর দিয়ে পাঠান।

এখন পুরো বিশ্বের দৃষ্টি এই মানবিক মিশনের দিকে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি ইসরায়েলের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”