ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি বাধা ভেদ করে গাজার জলসীমায় ফ্লোটিলার এক জাহাজ, আরও ২৪টি অগ্রসরমান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০২:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 22

মিকেনো নামের জাহাজটি গাজার জলসীমায় প্রবেশ করেছে | ছবি: স্ক্রিণশট


ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ২৪টি নৌযান এখনও যাত্রা অব্যাহত রেখেছে। এর মধ্যে একটি জাহাজ ইতিমধ্যেই গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে বলে ফ্লোটিলার লাইভ ট্র্যাকার জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) লাইভ ট্র্যাকার তথ্য অনুযায়ী, বহরে থাকা মিকেনো নামের একটি জাহাজ বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমায় অবস্থান করছে। তবে জাহাজটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাকি ২৩টি নৌযান গাজা উপকূল থেকে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

এর আগে গতকাল বুধবার রাতে গাজামুখী অন্তত ১৩টি নৌযান আটকে দেয় ইসরায়েলি বাহিনী। ওই জাহাজগুলো থেকে আটক করা হয়েছে ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলাসহ আরও অনেকে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার এক বৈশ্বিক প্রচেষ্টা। এতে রয়েছে ৪০টির বেশি নৌযান, যেখানে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, চিকিৎসক, মানবাধিকারকর্মী ও সাংবাদিকরা অংশ নিয়েছেন।

ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরবর্তীতে তিউনিসিয়া, ইতালির সিসিলি দ্বীপ এবং গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও নৌযান যুক্ত হয়। বর্তমানে এই বহরে প্রায় ৫০০ জনের বেশি আরোহী রয়েছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ইসরায়েলি বাধা ভেদ করে গাজার জলসীমায় ফ্লোটিলার এক জাহাজ, আরও ২৪টি অগ্রসরমান

প্রকাশঃ ০২:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

মিকেনো নামের জাহাজটি গাজার জলসীমায় প্রবেশ করেছে | ছবি: স্ক্রিণশট


ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ২৪টি নৌযান এখনও যাত্রা অব্যাহত রেখেছে। এর মধ্যে একটি জাহাজ ইতিমধ্যেই গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে বলে ফ্লোটিলার লাইভ ট্র্যাকার জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) লাইভ ট্র্যাকার তথ্য অনুযায়ী, বহরে থাকা মিকেনো নামের একটি জাহাজ বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমায় অবস্থান করছে। তবে জাহাজটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাকি ২৩টি নৌযান গাজা উপকূল থেকে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

এর আগে গতকাল বুধবার রাতে গাজামুখী অন্তত ১৩টি নৌযান আটকে দেয় ইসরায়েলি বাহিনী। ওই জাহাজগুলো থেকে আটক করা হয়েছে ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলাসহ আরও অনেকে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার এক বৈশ্বিক প্রচেষ্টা। এতে রয়েছে ৪০টির বেশি নৌযান, যেখানে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, চিকিৎসক, মানবাধিকারকর্মী ও সাংবাদিকরা অংশ নিয়েছেন।

ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরবর্তীতে তিউনিসিয়া, ইতালির সিসিলি দ্বীপ এবং গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও নৌযান যুক্ত হয়। বর্তমানে এই বহরে প্রায় ৫০০ জনের বেশি আরোহী রয়েছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”