ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাস–ট্রাক সংঘর্ষে পাথরের নিচে চাপা পড়ে ২৪ জনের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশঃ ০১:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 10

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ   ছবি: সংগৃহীত


ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (৩ নভেম্বর) সকালে হায়দরাবাদগামী রাজ্য পরিবহন সংস্থার (আরটিসি) একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তান্দুর ডিপোর বাসটি প্রায় ৭০ জন যাত্রী নিয়ে হায়দরাবাদের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকটি অতিরিক্ত গতিতে এসে রাঙ্গা রেড্ডির মির্জাগুদা গ্রামের কাছে বাসটির সঙ্গে প্রচণ্ডভাবে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকের পাথরের বোঝা পুরো বাসের ওপর পড়ে যায়, ফলে বহু যাত্রী এর নিচে আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বাসের ভেতরে আটকে থাকা যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। পরে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পুলিশ ও দমকল বিভাগ তিনটি জেসিবি মেশিন এনে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করে।

নিহতদের মধ্যে দুই চালক, কয়েকজন নারী, ১০ মাস বয়সী এক শিশু ও তার মা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের চেভেল্লা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে; গুরুতর আহতদের হায়দরাবাদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চেভেল্লা থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। এখন পর্যন্ত অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া চেভেল্লা সার্কেল ইনস্পেক্টর ভূপাল শ্রীধরও দুর্ঘটনায় আহত হয়েছেন—জেসিবি মেশিনের ধাক্কায় তার পায়ে আঘাত লাগে এবং পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাক চালকের অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার মূল কারণ। বাসটিতে থাকা অধিকাংশ যাত্রী ছিলেন শিক্ষার্থী ও অফিসগামী কর্মজীবী, যারা সাপ্তাহিক ছুটি শেষে শহরে ফিরছিলেন।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি গভীর শোক প্রকাশ করেছেন এবং মুখ্য সচিব রামকৃষ্ণ রাও ও পুলিশের মহাপরিচালক বি শিবধর রেড্ডিকে দ্রুত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

বাস–ট্রাক সংঘর্ষে পাথরের নিচে চাপা পড়ে ২৪ জনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশঃ ০১:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ   ছবি: সংগৃহীত


ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (৩ নভেম্বর) সকালে হায়দরাবাদগামী রাজ্য পরিবহন সংস্থার (আরটিসি) একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তান্দুর ডিপোর বাসটি প্রায় ৭০ জন যাত্রী নিয়ে হায়দরাবাদের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকটি অতিরিক্ত গতিতে এসে রাঙ্গা রেড্ডির মির্জাগুদা গ্রামের কাছে বাসটির সঙ্গে প্রচণ্ডভাবে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকের পাথরের বোঝা পুরো বাসের ওপর পড়ে যায়, ফলে বহু যাত্রী এর নিচে আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বাসের ভেতরে আটকে থাকা যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। পরে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পুলিশ ও দমকল বিভাগ তিনটি জেসিবি মেশিন এনে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করে।

নিহতদের মধ্যে দুই চালক, কয়েকজন নারী, ১০ মাস বয়সী এক শিশু ও তার মা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের চেভেল্লা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে; গুরুতর আহতদের হায়দরাবাদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চেভেল্লা থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। এখন পর্যন্ত অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া চেভেল্লা সার্কেল ইনস্পেক্টর ভূপাল শ্রীধরও দুর্ঘটনায় আহত হয়েছেন—জেসিবি মেশিনের ধাক্কায় তার পায়ে আঘাত লাগে এবং পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাক চালকের অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার মূল কারণ। বাসটিতে থাকা অধিকাংশ যাত্রী ছিলেন শিক্ষার্থী ও অফিসগামী কর্মজীবী, যারা সাপ্তাহিক ছুটি শেষে শহরে ফিরছিলেন।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি গভীর শোক প্রকাশ করেছেন এবং মুখ্য সচিব রামকৃষ্ণ রাও ও পুলিশের মহাপরিচালক বি শিবধর রেড্ডিকে দ্রুত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”