নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি
- প্রকাশঃ ১১:২৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 2
নিউইয়র্ক সিটির ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছেন জোহরান মামদানি। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এই তরুণ রাজনীতিক শহরটির ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে তিনি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হওয়ার ইতিহাস গড়লেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মামদানি পরাজিত করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে। বর্তমান মেয়র এরিক অ্যাডামস স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও গত সেপ্টেম্বরে তিনি নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান।
মাত্র এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কনিষ্ঠ মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মামদানি। তিনি একইসঙ্গে প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মেয়র। তার এই জয় মার্কিন রাজনীতিতে বৈচিত্র্যের নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
নিউইয়র্ক সিটি ইলেকশন বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ১৭ লাখ ভোটার—যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। ১৯৯৩ সালের পর এটাই সবচেয়ে বেশি ভোটার উপস্থিতির নির্বাচন। এর মধ্যে ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য যেকোনো নির্বাচনে সর্বোচ্চ।
ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা পর্যন্ত)। ভোট শেষে দ্রুত গণনা শুরু হয় এবং রাতেই ফলাফল ঘোষণা করা হয়।
অ্যাস্টোরিয়া এলাকার একটি কেন্দ্রে নিজের ভোট দেন জোহরান মামদানি। নির্বাচনী প্রচারণায় তিনি জীবনযাত্রার ব্যয় কমানো, সামাজিক সমতা ও অভিবাসীদের অধিকার রক্ষার অঙ্গীকার করেন। তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পেয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন তিনি।
সূত্র: নিউইয়র্ক টাইমস
























