সুদানে জানাজায় ড্রোন হামলায় ৪০ জন নিহত
- প্রকাশঃ ০৪:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 1
সুদানের কর্দোফান অঞ্চলের একটি দেয়ালে গোলাগুলির চিহ্ন—সাম্প্রতিক সংঘর্ষে ধ্বংসস্তূপের পাশে বসে আছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: সংগৃহীত
গৃহযুদ্ধবিধ্বস্ত সুদানের কেন্দ্রীয় কর্দোফান অঞ্চলের শহর আল-ওবাইদে একটি জানাজার সময় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয় (OCHA) এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, কর্দোফান অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। রাজ্য সরকার জানিয়েছে, গ্রামের একটি জানাজার তাঁবু লক্ষ্য করে হামলাটি চালানো হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
কর্দোফান রাজ্য সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে— আধাসামরিক বাহিনী আরএসএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে। তাদের অভিযোগ, আরএসএফ জাতিগত ও বর্ণভিত্তিকভাবে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতার কারণে অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ কর্দোফান অঞ্চলের ৩৮ হাজারের বেশি মানুষ নিরাপত্তার খোঁজে এলাকা ছেড়েছে।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর আরএসএফ উত্তর দারফুরের রাজধানী আল-ফাশার শহর দখল করে। স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, সেখানে বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানো হয়েছে।
২০১৯ সালে প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সুদান সংঘাত ও বিদেশি হস্তক্ষেপের চক্রে জড়িয়ে পড়েছে। সাবেক মিত্র সুদানি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ২০২৩ সালের এপ্রিলে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়, যা দেশটিকে মানবিক সংকটের গভীরে ঠেলে দিয়েছে।

























