ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি সুদানের আরএসএফ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০৯:৫১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 3

প্রায় দুই বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়াডের প্রস্তাবিত চুক্তিতে সম্মতি জানায় বাহিনীটি। খবর— আল জাজিরা, বিবিসি।

বিবৃতিতে আরএসএফ জানায়, মানবিক দৃষ্টিকোণ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করেই যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত মধ্যস্থতা করেছে বলে জানানো হয়।

তবে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রতিপক্ষ সুদানিজ আর্মি (এসএএ)।

ধারণা করা হচ্ছে, প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে প্রাথমিকভাবে তিন মাসের জন্য সংঘাত বন্ধ থাকবে এবং এ সময় চলমান রাজনৈতিক সংকটের সমাধান খোঁজা হবে।

এর আগে সুদানের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতা মেনে নেবে না।

উল্লেখ্য, ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে ২০২৩ সাল থেকে সুদানে সরকারি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে। গত ২৬ অক্টোবর এল-ফাশের শহর দখলের পর এবার যুদ্ধবিরতিতে সম্মত হলো আরএসএফ।

যুদ্ধ চলাকালে বাহিনীটির বিরুদ্ধে গণহত্যা, লুটপাট ও যৌন সহিংসতার অভিযোগ উঠেছে, যা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার জন্ম দেয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি সুদানের আরএসএফ

প্রকাশঃ ০৯:৫১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

প্রায় দুই বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়াডের প্রস্তাবিত চুক্তিতে সম্মতি জানায় বাহিনীটি। খবর— আল জাজিরা, বিবিসি।

বিবৃতিতে আরএসএফ জানায়, মানবিক দৃষ্টিকোণ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করেই যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত মধ্যস্থতা করেছে বলে জানানো হয়।

তবে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রতিপক্ষ সুদানিজ আর্মি (এসএএ)।

ধারণা করা হচ্ছে, প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে প্রাথমিকভাবে তিন মাসের জন্য সংঘাত বন্ধ থাকবে এবং এ সময় চলমান রাজনৈতিক সংকটের সমাধান খোঁজা হবে।

এর আগে সুদানের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতা মেনে নেবে না।

উল্লেখ্য, ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে ২০২৩ সাল থেকে সুদানে সরকারি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে। গত ২৬ অক্টোবর এল-ফাশের শহর দখলের পর এবার যুদ্ধবিরতিতে সম্মত হলো আরএসএফ।

যুদ্ধ চলাকালে বাহিনীটির বিরুদ্ধে গণহত্যা, লুটপাট ও যৌন সহিংসতার অভিযোগ উঠেছে, যা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার জন্ম দেয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”