ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহুসহ ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০৯:২১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 3

রিসেপ তাইয়েপ এরদোয়ান ও বেনিয়ামিন নেতানিয়াহু।  ছবি: সংগৃহীত 


গাজায় জাতি হত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের শীর্ষ পর্যায়ের মোট ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। তবে সম্পূর্ণ নামের তালিকা প্রকাশ করা হয়নি।

প্রসিকিউটর কার্যালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে জাতি হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতেই আন্তর্জাতিক আইন অনুযায়ী তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শুরু করেছে তুরস্ক।

তুর্কি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনে সংঘটিত হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধবিরোধী আইন লঙ্ঘনের সামিল। অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে তুরস্ক সব ধরনের আইনি উদ্যোগ নেবে।

গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি হামলা থামেনি বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহুসহ ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি

প্রকাশঃ ০৯:২১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

রিসেপ তাইয়েপ এরদোয়ান ও বেনিয়ামিন নেতানিয়াহু।  ছবি: সংগৃহীত 


গাজায় জাতি হত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের শীর্ষ পর্যায়ের মোট ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। তবে সম্পূর্ণ নামের তালিকা প্রকাশ করা হয়নি।

প্রসিকিউটর কার্যালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে জাতি হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতেই আন্তর্জাতিক আইন অনুযায়ী তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শুরু করেছে তুরস্ক।

তুর্কি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনে সংঘটিত হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধবিরোধী আইন লঙ্ঘনের সামিল। অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে তুরস্ক সব ধরনের আইনি উদ্যোগ নেবে।

গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি হামলা থামেনি বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”