F-35 প্রোগ্রামে ফিরছে তুরস্ক! ট্রাম্প প্রশাসনের ইঙ্গিতে কাঁপছে ন্যাটো

- প্রকাশঃ ০১:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / 34
রাশিয়ার S-400 নিয়ে বিরোধের মাঝেও কৌশলগত অবস্থানেই ভর করছে যুক্তরাষ্ট্র
ভূরাজনৈতিক মঞ্চে বড় এক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বর্তমান ট্রাম্প প্রশাসন আবারও তুরস্ককে বহুল আলোচিত F-35 যুদ্ধবিমান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। যদিও রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনাকে ঘিরে বিতর্ক এখনো অবসান হয়নি, তবুও তুরস্কের কৌশলগত গুরুত্ব এই সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১৯ সালে তুরস্ক S-400 ক্রয়ের পর যুক্তরাষ্ট্র তাদের F-35 প্রোগ্রাম থেকে সরিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল, রুশ প্রযুক্তিনির্ভর S-400 সিস্টেমের মাধ্যমে F-35 এর স্টেলথ প্রযুক্তির ওপর গুপ্তচরবৃত্তি চালানো হতে পারে, যা ন্যাটোর সার্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ (সূত্র: IISS, ২০২৫)।
তবে বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে কৌশলগত পুনর্মূল্যায়নের আভাস মিলছে। বিশেষ করে, রাশিয়ার প্রভাব প্রতিরোধে ও মধ্যপ্রাচ্য-ইউরেশিয়া অঞ্চলে ন্যাটোর অবস্থান মজবুত করতে তুরস্কের ভূরাজনৈতিক গুরুত্ব আবারও সামনে চলে এসেছে (সূত্র: Forbes, ২০২৫)।
২০২০ সালে CAATSA (Countering America’s Adversaries Through Sanctions Act) আইনের আওতায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে তাদের সামরিক প্রস্তুতি ও পশ্চিমা সহযোগিতা বাধাগ্রস্ত হয়। মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা MEI-এর বিশ্লেষণ অনুযায়ী, ন্যাটোর দীর্ঘমেয়াদি ভারসাম্য রক্ষায় এই নিষেধাজ্ঞা এবং তুরস্কের সঙ্গে অংশীদারিত্বের নতুন সমন্বয় জরুরি হয়ে পড়েছে (MEI, ২০২৫)।
যদিও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তুরস্ককে F-35 প্রোগ্রামে ফিরিয়ে আনার সম্ভাবনা যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে গুরুত্বপূর্ণ এক মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি ন্যাটোর ভবিষ্যৎ সামরিক কৌশলে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
প্রতিবেদকঃ আলী আজগর ইসতিয়াক