ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 3

জাতীয় নাগরিক পার্টি – এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত দলটির কার্যালয়ের সামনের সড়কে এই বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার পর দলটির নেতা–কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার হামলার ঘটনা ঘটলেও পুলিশ এখনো দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির সুযোগেই দফায় দফায় এমন হামলা হচ্ছে।

এনসিপির নেতারা বলেন, ‘এই ধরনের হামলা চালিয়ে তরুণদের অগ্রযাত্রা ও গণ–আন্দোলন থামানো যাবে না।’

উল্লেখ্য, এর আগে গত ২৩ জুন ও ৩ জুলাই এনসিপি কার্যালয়ের সামনেও একই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ ০১:০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টি – এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত দলটির কার্যালয়ের সামনের সড়কে এই বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার পর দলটির নেতা–কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার হামলার ঘটনা ঘটলেও পুলিশ এখনো দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির সুযোগেই দফায় দফায় এমন হামলা হচ্ছে।

এনসিপির নেতারা বলেন, ‘এই ধরনের হামলা চালিয়ে তরুণদের অগ্রযাত্রা ও গণ–আন্দোলন থামানো যাবে না।’

উল্লেখ্য, এর আগে গত ২৩ জুন ও ৩ জুলাই এনসিপি কার্যালয়ের সামনেও একই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”