আজ বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫

- প্রকাশঃ ০৬:০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 7
প্রতি বছরের মতোই আজ ১৫ জুলাই সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫। জাতিসংঘের সাধারণ পরিষদের ঘোষণার পর ২০১৪ সাল থেকে এ দিনটি আন্তর্জাতিকভাবে উদযাপন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতায় যুবদের ক্ষমতায়ন, যা বর্তমান সময়ের সাথে অত্যন্ত প্রাসঙ্গিক।
দিবসটি মূলত যুবসমাজকে কর্মসংস্থান, শোভন কাজ এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় দক্ষতায় সজ্জিত করার ওপর বিশেষ গুরুত্ব দেয়। বর্তমান প্রজন্ম একদিকে নিজেদের ক্যারিয়ার গড়ার জন্য সংগ্রাম করছে, অন্যদিকে প্রযুক্তির অপব্যবহার এবং সোশ্যাল মিডিয়ার প্রলোভনে বিভ্রান্তও হচ্ছে। ফলে অনেক সময় তাদের অন্তর্নিহিত দক্ষতা যথাযথভাবে প্রয়োগের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতা ছাড়া টিকে থাকা দিন দিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তাই যুবসমাজকে সময়োপযোগী দক্ষতা অর্জন এবং তা কাজে লাগানোর বিষয়ে সচেতন ও দক্ষ করে তোলাই এ দিবসের মূল উদ্দেশ্য।
প্রতিবছরই এ দিনটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং আলোচনা সভার মাধ্যমে উদযাপিত হয়। কমলগঞ্জ সরকারি কলেজও দিনটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরতে বিশেষ সেমিনারের আয়োজন করেছে।
বিশ্ব যুব দক্ষতা দিবসের মূল বার্তা, যুব সমাজই দেশের ভবিষ্যৎ; তাদের হাতে প্রযুক্তি আর সৃজনশীলতার সমন্বয় ঘটাতে পারলেই গড়ে উঠবে দক্ষ ও আত্মনির্ভরশীল জাতি।