গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা ও সমাবেশে হামলার ঘটনায় অভিযুক্তদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ জুলাই) দুপুরে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গোপালগঞ্জে আজকের সহিংসতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার হরণ দেশের নাগরিক অধিকার লঙ্ঘনের শামিল। এনসিপি নেতা, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, গাড়ি বহরে ভাঙচুর এবং সহিংস আক্রমণ কোনোভাবেই বরদাশত করা হবে না।’
অন্তর্বর্তী সরকার আরও জানিয়েছে, ‘এই ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাড় পাবে না। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। দেশের কোনো নাগরিকের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার স্থান নেই।’
বিবৃতিতে সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, ‘হুমকির মধ্যেও সমাবেশ চালিয়ে যাওয়া সাহসী শিক্ষার্থীদের আমরা শ্রদ্ধা জানাই। ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠা হবে।’
এদিকে হামলার ঘটনায় গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে সেনা-পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে প্রশাসন। হামলার প্রতিবাদে ইতোমধ্যে সারা দেশে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।