বিমান বিধ্বস্ত: বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

- প্রকাশঃ ০৭:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 3
রাজধানীর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও বিশেষায়িত চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে এই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে বলে নিশ্চিত করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র।
দিল্লি থেকে বিবিসি বাংলাকে দেওয়া তথ্যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, আমরা আশা করছি বার্ন চিকিৎসায় অভিজ্ঞ দুই জন বিশেষজ্ঞ চিকিৎসক ও একটি ছোট নার্সিং টিম আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছে যাবে।
এই দলে থাকছে দগ্ধ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত উন্নত মেডিক্যাল ইকুইপমেন্ট। তিনি আরও জানান, প্রয়োজনে পরে আরও চিকিৎসক ও সহায়ক কর্মী পাঠানো হবে।
সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্টে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, এই সংকটময় সময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত।
বিমান দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তিনি ভারতের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর প্রস্তাব দেন এবং বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
এই ঘটনার পর থেকে ঢাকায় ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। চিকিৎসক দল ও সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া দ্রুত সমন্বয় করছে উভয় দেশের প্রশাসন।
ভারতের এমন দ্রুত সাড়া বাংলাদেশের বিভিন্ন মহলে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। একাধিক সরকারি কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন একযোগে এত সংখ্যক দগ্ধ রোগীর চিকিৎসা চালাতে হচ্ছে।