চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না: মির্জা ফখরুল

- প্রকাশঃ ০১:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / 8
যুবদলের শহীদদের স্মরণে গ্রাফিতি অংকন উদ্বোধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
বিএনপিকে কোনো চাপের মাধ্যমে কোণঠাসা করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা যত চেষ্টাই করুক না কেন, চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। বিএনপি কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল নয়।
সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে ‘জুলাই গণঅভ্যুত্থান: শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে যুবদলের উদ্যোগে ঢাকা শহরের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অংকন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।
এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শুধু যুবদলের ৭৯ জন নেতাকর্মী জীবন দিয়েছে। এটা কোনো গুটিকয়েক ব্যক্তির আন্দোলন ছিল না। এটা ছিল সব বয়সী, সব শ্রেণিপেশার মানুষের প্রতিবাদ ও প্রতিরোধ।
শেখ হাসিনার সরকারের বিচার ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, সরকার নিজেই বিচারকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ারে পরিণত করেছে। বিএনপি বরাবরই দেশে সুশাসন ও ন্যায়বিচারের সংস্কার চায়। সেই সংস্কার আন্দোলনে আমাদের দল প্রতিনিয়ত অবদান রেখে চলেছে।
সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফখরুল বলেন, ডিবি অফিসে শত নির্যাতনের পরও বিএনপির কোনো নেতাকর্মী মুচলেকা দেয়নি, কারো কাছে আত্মসমর্পণ করেনি। আজ যারা চাঁদাবাজি বলে অপপ্রচার চালাচ্ছে, তারা আসলে জনগণের অধিকারকে দমন করতে চায়।
তিনি বলেন, এ আন্দোলন শুধু যুবদের নয়, এটা একটি জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে যারা জীবন দিয়েছে, তাদের রক্ত কখনো বৃথা যাবে না। অনুষ্ঠানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা শহরের বেইলী রোড, মিরপুর, উত্তরা, ধানমণ্ডি, যাত্রাবাড়ী ও মতিঝিল এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনায় শহীদদের স্মরণে গ্রাফিতি অংকনের উদ্যোগ নেওয়া হয়েছে।