ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার— ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 1

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস | ছবি: সংগৃহীত     


জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের বুকে গুলি চালিয়ে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল।

আজ (মঙ্গলবার) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত সরকারি অনুষ্ঠানে এই বক্তব্য প্রদান করেন তিনি। বক্তব্যে তিনি জুলাই-আগস্টের গণআন্দোলনে গুলিবিদ্ধ ও নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সেই সময়কার রাষ্ট্রীয় নির্যাতনের চিত্র তুলে ধরেন।

ড. ইউনূস বলেন, কোটা পদ্ধতি দীর্ঘদিন ধরে দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। যে তরুণ ঘুষ দিতে পারেনি, সরকারি মাফিয়াদের সঙ্গে সক্রিয়তা গড়তে পারেনি সে সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় গুলিবিদ্ধ আহদের চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয়নি। বরং তৎকালীন সরকার হাসপাতালগুলোকে নির্দেশ দেয় যাতে আহতদের চিকিৎসা না দেওয়া হয়।

আন্দোলনে নিহতদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, শহীদ পরিবারের পাশে আমরা আছি। ইতোমধ্যে তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই-আগস্টের গণআন্দোলন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই আন্দোলনে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দমন-পীড়নের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার— ড. ইউনূস

প্রকাশঃ ০১:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস | ছবি: সংগৃহীত     


জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের বুকে গুলি চালিয়ে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল।

আজ (মঙ্গলবার) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত সরকারি অনুষ্ঠানে এই বক্তব্য প্রদান করেন তিনি। বক্তব্যে তিনি জুলাই-আগস্টের গণআন্দোলনে গুলিবিদ্ধ ও নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সেই সময়কার রাষ্ট্রীয় নির্যাতনের চিত্র তুলে ধরেন।

ড. ইউনূস বলেন, কোটা পদ্ধতি দীর্ঘদিন ধরে দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। যে তরুণ ঘুষ দিতে পারেনি, সরকারি মাফিয়াদের সঙ্গে সক্রিয়তা গড়তে পারেনি সে সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় গুলিবিদ্ধ আহদের চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয়নি। বরং তৎকালীন সরকার হাসপাতালগুলোকে নির্দেশ দেয় যাতে আহতদের চিকিৎসা না দেওয়া হয়।

আন্দোলনে নিহতদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, শহীদ পরিবারের পাশে আমরা আছি। ইতোমধ্যে তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই-আগস্টের গণআন্দোলন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই আন্দোলনে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দমন-পীড়নের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”