সচিবালয়ে ‘আমলা বিদ্রোহের’ আশঙ্কা, হাসিনাপন্থী কর্মকর্তাদের গোপন তৎপরতা

- প্রকাশঃ ০৯:০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / 2
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে শীর্ষ পদে কিছু পরিবর্তন এলেও সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে এখনো প্রভাব বিস্তার করছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুবিধাভোগী কর্মকর্তারা।
অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এখনও বহাল আছেন। তারা নিজেদের মধ্যে জোটবদ্ধ এবং কিছুদিন পরপর গোপন বৈঠকও করছেন। প্রশাসনের ভেতরের সূত্র বলছে, এই গোষ্ঠী সুযোগ পেলে ‘আমলা বিদ্রোহ’ ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পিত নির্বাচন প্রক্রিয়া বানচাল করতে পারে।
সংশ্লিষ্টদের মতে, সচিবালয় যা দেশের প্রশাসনিক কার্যক্রমের প্রাণকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে হাসিনাপন্থী এই কর্মকর্তাদের অবস্থান প্রশাসনিক শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেকেই এখনো মনে করেন আগের রাজনৈতিক নেতৃত্ব ফিরতে পারে, তাই তারা অপেক্ষায় আছেন। এই মানসিকতা প্রশাসনের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত করছে।
বিশেষজ্ঞদের মতে, গণআন্দোলনের পর প্রশাসনে প্রকৃত পরিবর্তন আনতে হলে শুধু শীর্ষ পর্যায় নয়, মধ্য ও মাঠ পর্যায়েও কাঠামোগত রদবদল জরুরি। তা না হলে প্রশাসনের ভেতরে আগের রাজনৈতিক প্রভাব অক্ষুণ্ণ থেকে যাবে।