বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে উপদেষ্টা আসিফ মাহমুদের শ্রদ্ধা নিবেদন

- প্রকাশঃ ০৬:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 16
শহিদ আবু সাঈদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ছবি: প্রজন্ম কথা
জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহিদ আবু সাঈদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২০ আগস্ট) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গেটসংলগ্ন শহিদ আবু সাঈদ চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শহিদ আবু সাঈদের সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “শহিদ আবু সাঈদ শুধু একজন ব্যক্তি নন, তিনি ছিলেন একটি আদর্শের নাম। তাঁর আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”
এর আগে তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের সংযোগকারী তিস্তা নদীর ওপর নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন। পরে তিনি রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জুলাই ৩৬ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে যোগ দেন।