ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সরকার পতনের পর নেপাল অশান্ত, সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৭:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 9

কারফিউ উপেক্ষা করে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ | ছবি: এএফপি


নেপালে তরুণদের বিক্ষোভের মুখে সরকারের পতনের পর উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস তাদের সরকারি ফেসবুক পেজে এক পোস্টে জানায়, “বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আপাতত নেপালে ভ্রমণ না করার জন্য সব বাংলাদেশি নাগরিককে পরামর্শ দেওয়া হচ্ছে।”

বর্তমানে নেপালে প্রায় ৩০০ বাংলাদেশি আছেন। তাঁদের মধ্যে অধিকাংশই পর্যটক, এছাড়া কিছু ব্যবসায়ী ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মীও রয়েছেন।

এদিকে বিক্ষোভের কারণে বাংলাদেশ ও স্বাগতিক নেপালের মধ্যকার ফিফা প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচ বাতিল করা হয়েছে। ম্যাচটি আজ রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেন, আজই ফুটবল দলটির ঢাকায় ফেরার কথা ছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তিনি আরও জানান, দূতাবাস ফুটবল দলের সার্বিক বিষয় দেখাশোনা করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সরকার পতনের পর নেপাল অশান্ত, সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

প্রকাশঃ ০৭:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

কারফিউ উপেক্ষা করে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ | ছবি: এএফপি


নেপালে তরুণদের বিক্ষোভের মুখে সরকারের পতনের পর উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস তাদের সরকারি ফেসবুক পেজে এক পোস্টে জানায়, “বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আপাতত নেপালে ভ্রমণ না করার জন্য সব বাংলাদেশি নাগরিককে পরামর্শ দেওয়া হচ্ছে।”

বর্তমানে নেপালে প্রায় ৩০০ বাংলাদেশি আছেন। তাঁদের মধ্যে অধিকাংশই পর্যটক, এছাড়া কিছু ব্যবসায়ী ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মীও রয়েছেন।

এদিকে বিক্ষোভের কারণে বাংলাদেশ ও স্বাগতিক নেপালের মধ্যকার ফিফা প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচ বাতিল করা হয়েছে। ম্যাচটি আজ রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেন, আজই ফুটবল দলটির ঢাকায় ফেরার কথা ছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তিনি আরও জানান, দূতাবাস ফুটবল দলের সার্বিক বিষয় দেখাশোনা করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”