ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাইবার জুয়ায় কঠোর শাস্তি: ২ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 38

ছবি: সংগৃহীত

সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করেছে সরকার। সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ২০ ধারায় বলা হয়েছে, এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়া যাবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যদি সাইবার স্পেসে জুয়ার উদ্দেশ্যে পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি, পরিচালনা বা ব্যবহার করে কিংবা জুয়ায় অংশগ্রহণ, সহায়তা বা উৎসাহ প্রদান করে, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া বিজ্ঞাপন বা সামাজিক যোগাযোগমাধ্যমে—যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার বা টিকটক—জুয়া প্রচার বা উৎসাহ প্রদান করলেও একই শাস্তি প্রযোজ্য হবে।

সরকার জানিয়েছে, জুয়া খেলায় সহায়তা বা উৎসাহ প্রদানে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে হবে। অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে অনলাইন জুয়ার সকল গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট ও বিজ্ঞাপন জরুরিভিত্তিতে বন্ধ, ব্লক বা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সাইবার জুয়ায় কঠোর শাস্তি: ২ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা

প্রকাশঃ ০৭:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করেছে সরকার। সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ২০ ধারায় বলা হয়েছে, এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়া যাবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যদি সাইবার স্পেসে জুয়ার উদ্দেশ্যে পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি, পরিচালনা বা ব্যবহার করে কিংবা জুয়ায় অংশগ্রহণ, সহায়তা বা উৎসাহ প্রদান করে, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া বিজ্ঞাপন বা সামাজিক যোগাযোগমাধ্যমে—যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার বা টিকটক—জুয়া প্রচার বা উৎসাহ প্রদান করলেও একই শাস্তি প্রযোজ্য হবে।

সরকার জানিয়েছে, জুয়া খেলায় সহায়তা বা উৎসাহ প্রদানে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে হবে। অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে অনলাইন জুয়ার সকল গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট ও বিজ্ঞাপন জরুরিভিত্তিতে বন্ধ, ব্লক বা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”