ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে পলকের সেলে নেই আলো বাতাস, পড়ে বৃষ্টির পানি: আইনজীবীর অভিযোগ

  • প্রকাশঃ ০৩:০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 46

কারাবন্দি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে অস্বাস্থ্যকর ও মানবাধিকার লঙ্ঘনকারী পরিবেশে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী তরিকুল ইসলাম।

সোমবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী তরিকুল ইসলাম জানান, “পলককে যে কারাকক্ষে রাখা হয়েছে সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা নেই। এমনকি বৃষ্টির সময় ঘরের ভেতর পানি পড়ে, যা সম্পূর্ণ অমানবিক ও মানবাধিকার পরিপন্থী।”

তিনি আরও বলেন, আজ সকালে প্রিজন ভ্যানে করে তাকে আদালতে আনা হয়। তবে ভারী বৃষ্টিতে প্রিজন ভ্যানের ভেন্টিলেটর দিয়ে পানি ঢুকে পড়ে, ফলে পলক পুরোপুরি ভিজে যান।

জানা গেছে, বর্তমানে পলককে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি সেলে রাখা হয়েছে। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, সেই সেলেও বৃষ্টির পানি ঢুকে পড়ে এবং বাতাস চলাচলের যথাযথ ব্যবস্থা নেই।

সকাল ৯টার দিকে তাকে আদালতে আনা হয় এবং ১০টার দিকে তাকে এজলাসে তোলা হয়। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে তিনি কোনো মন্তব্য না করলেও মাথা নাড়িয়ে সাড়া দেন। এ সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে, তবে কোনো বক্তব্য দেননি সাবেক এই প্রতিমন্ত্রী।

পলকের আইনজীবী বলেন, আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাবো এবং তাকে মানবিক পরিবেশে রাখার জন্য আবেদন করবো। একটি মানবিক রাষ্ট্রে কারাবন্দিরাও সংবিধান অনুযায়ী ন্যায্য অধিকার প্রাপ্ত হওয়ার কথা।

উল্লেখ্য, ইসমাইল হোসেন রাব্বি হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। এ মামলায় পলকের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

প্রাসঙ্গিক

শেয়ার করুন

কারাগারে পলকের সেলে নেই আলো বাতাস, পড়ে বৃষ্টির পানি: আইনজীবীর অভিযোগ

প্রকাশঃ ০৩:০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

কারাবন্দি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে অস্বাস্থ্যকর ও মানবাধিকার লঙ্ঘনকারী পরিবেশে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী তরিকুল ইসলাম।

সোমবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী তরিকুল ইসলাম জানান, “পলককে যে কারাকক্ষে রাখা হয়েছে সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা নেই। এমনকি বৃষ্টির সময় ঘরের ভেতর পানি পড়ে, যা সম্পূর্ণ অমানবিক ও মানবাধিকার পরিপন্থী।”

তিনি আরও বলেন, আজ সকালে প্রিজন ভ্যানে করে তাকে আদালতে আনা হয়। তবে ভারী বৃষ্টিতে প্রিজন ভ্যানের ভেন্টিলেটর দিয়ে পানি ঢুকে পড়ে, ফলে পলক পুরোপুরি ভিজে যান।

জানা গেছে, বর্তমানে পলককে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি সেলে রাখা হয়েছে। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, সেই সেলেও বৃষ্টির পানি ঢুকে পড়ে এবং বাতাস চলাচলের যথাযথ ব্যবস্থা নেই।

সকাল ৯টার দিকে তাকে আদালতে আনা হয় এবং ১০টার দিকে তাকে এজলাসে তোলা হয়। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে তিনি কোনো মন্তব্য না করলেও মাথা নাড়িয়ে সাড়া দেন। এ সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে, তবে কোনো বক্তব্য দেননি সাবেক এই প্রতিমন্ত্রী।

পলকের আইনজীবী বলেন, আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাবো এবং তাকে মানবিক পরিবেশে রাখার জন্য আবেদন করবো। একটি মানবিক রাষ্ট্রে কারাবন্দিরাও সংবিধান অনুযায়ী ন্যায্য অধিকার প্রাপ্ত হওয়ার কথা।

উল্লেখ্য, ইসমাইল হোসেন রাব্বি হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। এ মামলায় পলকের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।