ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকে ‘ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার’র দাবি ছাত্র ইউনিয়নের

  • প্রকাশঃ ১০:০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 23

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিনের বক্তব্যকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। শুক্রবার (১৬ মে) দুপুরে সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে ছাত্র ইউনিয়ন দাবি করে, ছাত্রদল নেতা রোকন উদ্দিন এক বক্তব্যে বলেন— “বিগত ১৬ বছরে কেউ প্রকাশ্যে বলেনি যে, সে ছাত্র ইউনিয়নের সদস্য” এবং সংগঠনটিকে একটি গুপ্ত সংগঠনের সঙ্গে তুলনা করেন। ছাত্র ইউনিয়নের মতে, বক্তব্য নিছক মিথ্যাচার নয়; এটি সংগঠনের ইতিহাস বিকৃতির অপচেষ্টা।

বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে বলেন, “ছাত্র ইউনিয়নের ৭৩ বছরের সংগ্রামী ইতিহাস রয়েছে। আমরা কখনোই গোপনে রাজনীতি করিনি। বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে ছাত্র ইউনিয়ন, যার প্রমাণ বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিটি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ।”

তারা আরও বলেন, “সম্প্রতি শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়েও ধারাবাহিক কর্মসূচি পালন করেছে। বিশেষ করে সাম্য হত্যার বিচারের দাবিতে এবং ভিসি প্রক্টরের পদত্যাগ চেয়ে আমরা সুসংগঠিতভাবে অবস্থান কর্মসূচি পালন করেছি।”

নেতৃদ্বয় অভিযোগ করেন, “ছাত্র ইউনিয়নকে নিয়ে রোকন উদ্দিনের ধরনের দায়িত্বহীন মন্তব্য কেবল ইতিহাস বিকৃতি নয়, বরং ছাত্রসমাজে বিভ্রান্তি বিভাজন সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়া হয়েছে।”

তারা বলেন, “ছাত্র রাজনীতিতে সুস্থ দায়িত্বশীল পরিবেশ বজায় রাখতে রোকন উদ্দিনকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় তার এই মন্তব্যের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৫ মে) শহীদ মিনারে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে ‘কালো ব্যাজ ধারণ অবস্থান কর্মসূচি’ চলাকালে রোকন উদ্দিন ছাত্র ইউনিয়নকে নিয়ে উক্ত বিতর্কিত মন্তব্য করেন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই শুরু হয় তীব্র সমালোচনা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকে ‘ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার’র দাবি ছাত্র ইউনিয়নের

প্রকাশঃ ১০:০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিনের বক্তব্যকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। শুক্রবার (১৬ মে) দুপুরে সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে ছাত্র ইউনিয়ন দাবি করে, ছাত্রদল নেতা রোকন উদ্দিন এক বক্তব্যে বলেন— “বিগত ১৬ বছরে কেউ প্রকাশ্যে বলেনি যে, সে ছাত্র ইউনিয়নের সদস্য” এবং সংগঠনটিকে একটি গুপ্ত সংগঠনের সঙ্গে তুলনা করেন। ছাত্র ইউনিয়নের মতে, বক্তব্য নিছক মিথ্যাচার নয়; এটি সংগঠনের ইতিহাস বিকৃতির অপচেষ্টা।

বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে বলেন, “ছাত্র ইউনিয়নের ৭৩ বছরের সংগ্রামী ইতিহাস রয়েছে। আমরা কখনোই গোপনে রাজনীতি করিনি। বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে ছাত্র ইউনিয়ন, যার প্রমাণ বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিটি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ।”

তারা আরও বলেন, “সম্প্রতি শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়েও ধারাবাহিক কর্মসূচি পালন করেছে। বিশেষ করে সাম্য হত্যার বিচারের দাবিতে এবং ভিসি প্রক্টরের পদত্যাগ চেয়ে আমরা সুসংগঠিতভাবে অবস্থান কর্মসূচি পালন করেছি।”

নেতৃদ্বয় অভিযোগ করেন, “ছাত্র ইউনিয়নকে নিয়ে রোকন উদ্দিনের ধরনের দায়িত্বহীন মন্তব্য কেবল ইতিহাস বিকৃতি নয়, বরং ছাত্রসমাজে বিভ্রান্তি বিভাজন সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়া হয়েছে।”

তারা বলেন, “ছাত্র রাজনীতিতে সুস্থ দায়িত্বশীল পরিবেশ বজায় রাখতে রোকন উদ্দিনকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় তার এই মন্তব্যের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৫ মে) শহীদ মিনারে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে ‘কালো ব্যাজ ধারণ অবস্থান কর্মসূচি’ চলাকালে রোকন উদ্দিন ছাত্র ইউনিয়নকে নিয়ে উক্ত বিতর্কিত মন্তব্য করেন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই শুরু হয় তীব্র সমালোচনা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা