ছাত্রদল কমিটির নেতৃত্বে সাবেক ছাত্রলীগ নেতা

- প্রকাশঃ ১০:৫১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / 8
ছবি: ভিডিও থেকে নেওয়া
সাতক্ষীরা জেলার সরকারি–বেসরকারি কলেজগুলোর ছাত্রদলের কমিটি সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে। তবে সিটি কলেজ ছাত্রদলের নতুন সভাপতিকে ঘিরে উঠেছে নানা বিতর্ক। অভিযোগ, সভাপতি হেদায়েতুল কবির হৃদয় কমিটি ঘোষণার মাত্র কয়েক দিন আগেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে হৃদয়ের উপস্থিতি দেখা যাচ্ছে বলে দাবি তাঁদের। বিষয়টি নিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির সহ–অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
সরেজমিনে অনুসন্ধান করে জানা গেছে, হেদায়েতুল কবির হৃদয়ের বাবা মহাব্বত কবির এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত। তৃণমূল ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের কমিটি গঠনে নানা অনিয়ম হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহেদ জামান।
তাঁদের অভিযোগ, অর্থের বিনিময়ে যাঁরা নিয়মিত ছাত্র নন, অন্য দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বা আগে কখনো ছাত্রদলে সক্রিয় ছিলেন না—তাদের দিয়েই সিটি কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সম্পাদক পদেও যিনি আছেন, তাঁকে তৃণমূলের নেতাকর্মীরা চেনেন না বলেও জানিয়েছেন অনেকে।
সাতক্ষীরার এক তৃণমূল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কেন্দ্রীয় নেতৃত্বকে না জানিয়ে টাকা নিয়ে যারা আগে ছাত্রলীগ করত, এখন তারা ছাত্রদলের নেতা হয়ে গেল এটা মেনে নেওয়া যায় না। এভাবে চলতে থাকলে তৃণমূলে ভাঙন নামতে বেশি সময় লাগবে না। এ বিষয়ে জেলা বিএনপির শীর্ষ নেতাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।