‘শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি, ‘কেটলি’তে সন্তুষ্ট থাকতে হবে!

- প্রকাশঃ ১০:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / 6
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) । ছবি: সংগৃহীত
জাতীয় ফুল শাপলা নির্বাচনী প্রতীক হিসেবে আর কোনো রাজনৈতিক দলকে দেওয়া হবে না এমন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে শাপলাকে দলীয় প্রতীক হিসেবে পেতে আগ্রহী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নাগরিক ঐক্য দুই দলই তাদের পছন্দের শীর্ষ প্রতীকটি হাতছাড়া করতে যাচ্ছে।
গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়ে তোলা রাজনৈতিক দল এনসিপি সম্প্রতি দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। প্রতীকের তালিকায় শাপলার পাশাপাশি ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীক চেয়েছে তারা। অন্যদিকে নিবন্ধিত দল নাগরিক ঐক্যও তাদের বর্তমান প্রতীক ‘কেটলি’ বদলে শাপলা প্রতীক পেতে চেয়েছিল।
গত ২ জুলাই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার সাংবাদিকদের জানান, ‘আমরা যখন নিবন্ধন পাই, তখন পছন্দ অনুযায়ী প্রতীক পাইনি। এ কারণে গত ১৭ জুন আমরা প্রতীক পরিবর্তনের আবেদন করেছি। পছন্দের ক্রমে শাপলা ও দোয়েল চেয়েছি।’
তবে নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য শাপলা কোনো দলের প্রতীক হচ্ছে না। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আইন আছে। যদিও জাতীয় ফুল বা ফলের বিষয়ে আলাদা কোনো আইন নেই, তবে জাতীয় প্রতীক হিসেবে শাপলার মর্যাদা রক্ষায় এটিকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।’
কমিশন সূত্র জানায়, অতীতেও বিভিন্ন দল শাপলা প্রতীক চাইলেও দেওয়া হয়নি। বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ৬৯টি নির্বাচনী প্রতীক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের সংখ্যা ১০০–এর বেশি করার পরিকল্পনা নিয়েছে ইসি। এর অংশ হিসেবে তফসিল সংশোধনের প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।