ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতি রাজনীতিবিদদের জন্য কঠিন করে ছাড়ব, হাসনাত আবদুল্লাহ

উপজেলা প্রতিনিধি
  • প্রকাশঃ ১১:১৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 2

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতের রাজনীতির খেলা ও নিয়ম আমরা বদলে দিয়ে রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে ছাড়ব। জনগণের কাছে রাজনীতিবিদদের জবাবদিহিতা বাধ্যতামূলক করব, পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেও জবাবদিহিতায় নিয়ে আসব।

তিনি এসব কথা বলেন নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে অনুষ্ঠিত দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায়।

হাসনাত আবদুল্লাহ বলেন, যদি নির্বাচন ও রাজনীতি করতে হয়, তবে চাকরি ছেড়ে, ক্যান্টনমেন্ট ছাড়িয়ে আসুন। যারা গলফ খেলিয়ে, হাসপাতালে ভর্তি করিয়ে রাজনীতিতে বাধা দিচ্ছেন, তাদের রেডকার্ড দেখানো হবে।

তিনি বর্তমান নির্বাচন কমিশনের ওপর তীব্র আক্রমণ চালিয়ে বলেন, গতকাল নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে শাপলা মার্কা আমাদের দেওয়া হবে না, অথচ আজকে তারা মিটিং করেছে। নির্বাচনের আগেই ফলাফল জানিয়ে দেওয়া ন্যায়বিচারের অপবাদ দেয়। আমরা এই দ্বিচারিতার কঠোর নিন্দা জানাই।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আগে নির্বাচন কমিশনের সঙ্গে জিএম কাদের ভারতে যেতেন, এরশাদ ক্যান্টনমেন্টে গলফ খেলতেন। এখন অনেককেই সিএমএইচে নেওয়া হয়, যেখানে রাজনীতি কোথায় পরিচালিত হচ্ছে তা প্রশ্নবিদ্ধ।

নড়াইলের এই পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও অনেকে বক্তব্য দেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

রাজনীতি রাজনীতিবিদদের জন্য কঠিন করে ছাড়ব, হাসনাত আবদুল্লাহ

প্রকাশঃ ১১:১৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতের রাজনীতির খেলা ও নিয়ম আমরা বদলে দিয়ে রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে ছাড়ব। জনগণের কাছে রাজনীতিবিদদের জবাবদিহিতা বাধ্যতামূলক করব, পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেও জবাবদিহিতায় নিয়ে আসব।

তিনি এসব কথা বলেন নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে অনুষ্ঠিত দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায়।

হাসনাত আবদুল্লাহ বলেন, যদি নির্বাচন ও রাজনীতি করতে হয়, তবে চাকরি ছেড়ে, ক্যান্টনমেন্ট ছাড়িয়ে আসুন। যারা গলফ খেলিয়ে, হাসপাতালে ভর্তি করিয়ে রাজনীতিতে বাধা দিচ্ছেন, তাদের রেডকার্ড দেখানো হবে।

তিনি বর্তমান নির্বাচন কমিশনের ওপর তীব্র আক্রমণ চালিয়ে বলেন, গতকাল নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে শাপলা মার্কা আমাদের দেওয়া হবে না, অথচ আজকে তারা মিটিং করেছে। নির্বাচনের আগেই ফলাফল জানিয়ে দেওয়া ন্যায়বিচারের অপবাদ দেয়। আমরা এই দ্বিচারিতার কঠোর নিন্দা জানাই।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আগে নির্বাচন কমিশনের সঙ্গে জিএম কাদের ভারতে যেতেন, এরশাদ ক্যান্টনমেন্টে গলফ খেলতেন। এখন অনেককেই সিএমএইচে নেওয়া হয়, যেখানে রাজনীতি কোথায় পরিচালিত হচ্ছে তা প্রশ্নবিদ্ধ।

নড়াইলের এই পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও অনেকে বক্তব্য দেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”