রাজনৈতিক শেল্টার ছাড়া খুন-হামলা হচ্ছে না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

- প্রকাশঃ ০৩:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 5
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন । ছবি: সংগৃহীত
রাজনৈতিক আশ্রয় ছাড়া দেশে খুন, হামলা ও চাঁদাবাজি ঘটছে না বলে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ শনিবার (১১ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সম্প্রতি রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা এবং লাশের উপর নাচ-উল্লাসের ঘটনা প্রমাণ করে দেশে ‘আইয়ামে জাহেলিয়াত’ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশীদ) বলেন, ‘প্রতিটি খুন, হামলা ও মামলা সবকিছুর পেছনে রাজনৈতিক ইন্ধন আছে। রাজনৈতিক শেল্টার ছাড়া এসব হচ্ছে না। এই শেল্টার ও রাজনৈতিক শক্তিই দানবদের জন্ম দিচ্ছে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিএনপির অনেক নেতা একসময় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ব্যবসা চালিয়ে গেছেন। এখনো দেশে নতুন করে ফ্যাসিবাদ গড়ে তোলার চেষ্টা হচ্ছে, তা প্রতিহত করা হবে।’
রশিদুল বলেন, ‘খুনের ভিডিওতে দেখা গেছে, লাশের উপর লাফিয়ে নৃত্য করা হচ্ছে। এ দৃশ্য প্রমাণ করে কারা দানব আর কারা হায়েনা। হত্যাকাণ্ডের প্রতিবাদকারীদের নানা ট্যাগ লাগিয়ে বিতর্কিত করার পুরনো স্টাইল আবার ফিরেছে।’
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইনামুল হাসান জানান, মিটফোর্ড হত্যার প্রতিবাদে আজ শনিবার সন্ধ্যা ৭টায় শাহবাগ মোড়ে মশাল মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের শিক্ষার্থী ও জনগণকে নিজ নিজ প্ল্যাটফর্ম, ব্যানার ও অবস্থান থেকে এ কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।