জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল থেকে আরেক নেতার পদত্যাগ

- প্রকাশঃ ০৪:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 6
রাকিবুল হাসান রানা । ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির আরেক সদস্য পদত্যাগ করেছেন। আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান রানা আজ শনিবার (১২ জুলাই) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে জবি ছাত্রদলের আরেক আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত-ও পদত্যাগের ঘোষণা দেন। জানা গেছে, রাকিবুল হাসান রানা জবির আইন বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের ছাত্র।
আরও পড়ুন
আহসানউল্লাহর পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতার পদত্যাগ
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি। জুলাই বিপ্লবের পর দেশের ছাত্র রাজনীতিতে যেই পরিবর্তনের আশা করেছিলাম, তা চোখে পড়েনি। বরং বর্তমান পরিস্থিতিতে চরমভাবে হতাশ ও মানসিকভাবে বিপর্যস্ত।’
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, ‘ছাত্রদলের সঙ্গে যুক্ত থেকে ভাইদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। হয়তো আমি আমার জায়গা থেকে দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিনি। তবু দলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের মতো স্বর্ণযুগ আবার ফিরে আসুক এই প্রত্যাশাই করি।’
পোস্টের শেষ অংশে রানা লিখেছেন, ‘দলের প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।’