ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

“আ. লীগ মিছিল করুক, বিএনপি বাধা দেবে না”- ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট ভাইরাল

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ১০:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 8

কার্যত নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করলে বিএনপির কেউ যেন বাধা না দেয় — এমন আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ঘিরে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে সুনামগঞ্জে।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ তারেক শনিবার রাতে প্রায় চল্লিশ হাজার ফলোয়ার যুক্ত ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে এই পোস্ট দেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় মাত্র তিন ঘণ্টায় প্রায় পাঁচ শতাধিক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেন।

পোস্টে তারেক লিখেছেন, বিএনপি নেতাকর্মীদের বলতে চাই আওয়ামী লীগ মিছিল করুক, তাদের কার্যক্রম চলুক, বিএনপির কেউ যেনো বাধা না দেয়। জামায়াত, এনসিপি, নুরু এদের মোকাবেলা করুক, বিএনপির কেউ বাধা দেবেন না। তবে পরে রাতে তিনি পোস্টটি মুছে ফেলেন।

ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্যে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিএনপিপন্থি বিভিন্ন গ্রুপ ও স্থানীয় নেতাকর্মীরা বিষয়টিকে “দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে উস্কানিমূলক” বলে উল্লেখ করেছেন।

তারেকের সঙ্গে যোগাযোগের জন্য শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত একাধিকবার ফোন ও মেসেজ করা হলেও তিনি সাড়া দেননি। জেলা ছাত্রদলের একাধিক নেতার মাধ্যমেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক দায়িত্বশীল নেতা জানান, শহীদ জিয়া, তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে জামায়াত, এনসিপি ও গণপরিষদের কিছু নেতাকর্মীর সাম্প্রতিক বক্তব্যে ক্ষুব্ধ হয়েই মোহাম্মদ তারেক ওই স্ট্যাটাস দেন, পরে সমালোচনার মুখে তা মুছে ফেলেন।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আব্দুল হক বলেন, নিষিদ্ধ ফ্যাসিস্টরা এ দেশে রাজনীতি করবে এটা হতে পারে না। ছাত্রদল নেতার ওই পোস্ট কাম্য নয়। বিষয়টি কেন্দ্রীয় নেতারা অবশ্যই দেখবেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

“আ. লীগ মিছিল করুক, বিএনপি বাধা দেবে না”- ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট ভাইরাল

প্রকাশঃ ১০:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

কার্যত নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করলে বিএনপির কেউ যেন বাধা না দেয় — এমন আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ঘিরে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে সুনামগঞ্জে।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ তারেক শনিবার রাতে প্রায় চল্লিশ হাজার ফলোয়ার যুক্ত ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে এই পোস্ট দেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় মাত্র তিন ঘণ্টায় প্রায় পাঁচ শতাধিক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেন।

পোস্টে তারেক লিখেছেন, বিএনপি নেতাকর্মীদের বলতে চাই আওয়ামী লীগ মিছিল করুক, তাদের কার্যক্রম চলুক, বিএনপির কেউ যেনো বাধা না দেয়। জামায়াত, এনসিপি, নুরু এদের মোকাবেলা করুক, বিএনপির কেউ বাধা দেবেন না। তবে পরে রাতে তিনি পোস্টটি মুছে ফেলেন।

ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্যে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিএনপিপন্থি বিভিন্ন গ্রুপ ও স্থানীয় নেতাকর্মীরা বিষয়টিকে “দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে উস্কানিমূলক” বলে উল্লেখ করেছেন।

তারেকের সঙ্গে যোগাযোগের জন্য শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত একাধিকবার ফোন ও মেসেজ করা হলেও তিনি সাড়া দেননি। জেলা ছাত্রদলের একাধিক নেতার মাধ্যমেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক দায়িত্বশীল নেতা জানান, শহীদ জিয়া, তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে জামায়াত, এনসিপি ও গণপরিষদের কিছু নেতাকর্মীর সাম্প্রতিক বক্তব্যে ক্ষুব্ধ হয়েই মোহাম্মদ তারেক ওই স্ট্যাটাস দেন, পরে সমালোচনার মুখে তা মুছে ফেলেন।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আব্দুল হক বলেন, নিষিদ্ধ ফ্যাসিস্টরা এ দেশে রাজনীতি করবে এটা হতে পারে না। ছাত্রদল নেতার ওই পোস্ট কাম্য নয়। বিষয়টি কেন্দ্রীয় নেতারা অবশ্যই দেখবেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”