ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
খুলনায় এনসিপির সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে আওয়ামী লীগ জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 3

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জে নিজেদের গাড়িবহরে হামলার জন্য সরাসরি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করেছে। বুধবার রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমাদের নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা চালানো হয়েছে।”

তিনি অভিযোগ করেন, “আমরা কোন জেলায় কখন যাব—তা আগেই নির্ধারিত ছিল। গোপালগঞ্জে আমাদের সমাবেশ শেষে মুজিববাদী সন্ত্রাসীরা, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা গোপালগঞ্জের মানুষের সমস্যা শুনতে গিয়েছিলাম, এনসিপির মতামত জানাতে গিয়েছিলাম। সমাবেশ সফল হয়। কিন্তু ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের বহরে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও হামলা চালায়।”

তিনি অভিযোগ করেন, পথসভাস্থলে হামলা চালানো হয়েছে, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ইউএনও’র গাড়িতেও হামলা হয়েছে।

এনসিপির নেতারা বলেন, হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাঁরা গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছান।

নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগ জঙ্গিতে রূপান্তরিত হয়েছে, এটা আজ দেশবাসীর কাছে স্পষ্ট। ৫ আগস্টের পর থেকে গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে।”

তিনি আরও জানান, আজকের ঘটনার কারণে মাদারীপুর ও শরীয়তপুরে পূর্বনির্ধারিত পথসভা স্থগিত করা হয়েছে। তবে আগামীকাল ফরিদপুরে কর্মসূচি যথাসময়ে অনুষ্ঠিত হবে। সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

খুলনায় এনসিপির সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে আওয়ামী লীগ জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে

প্রকাশঃ ০১:১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জে নিজেদের গাড়িবহরে হামলার জন্য সরাসরি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করেছে। বুধবার রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমাদের নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা চালানো হয়েছে।”

তিনি অভিযোগ করেন, “আমরা কোন জেলায় কখন যাব—তা আগেই নির্ধারিত ছিল। গোপালগঞ্জে আমাদের সমাবেশ শেষে মুজিববাদী সন্ত্রাসীরা, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা গোপালগঞ্জের মানুষের সমস্যা শুনতে গিয়েছিলাম, এনসিপির মতামত জানাতে গিয়েছিলাম। সমাবেশ সফল হয়। কিন্তু ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের বহরে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও হামলা চালায়।”

তিনি অভিযোগ করেন, পথসভাস্থলে হামলা চালানো হয়েছে, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ইউএনও’র গাড়িতেও হামলা হয়েছে।

এনসিপির নেতারা বলেন, হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাঁরা গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছান।

নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগ জঙ্গিতে রূপান্তরিত হয়েছে, এটা আজ দেশবাসীর কাছে স্পষ্ট। ৫ আগস্টের পর থেকে গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে।”

তিনি আরও জানান, আজকের ঘটনার কারণে মাদারীপুর ও শরীয়তপুরে পূর্বনির্ধারিত পথসভা স্থগিত করা হয়েছে। তবে আগামীকাল ফরিদপুরে কর্মসূচি যথাসময়ে অনুষ্ঠিত হবে। সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”