ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ: অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা ও রাজনৈতিক প্রতিপক্ষকে হুঁশিয়ারি

তুর্য দাস । জেলা প্রতিনিধি
  • প্রকাশঃ ০৬:১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 5

সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে বিক্ষোভ করেছে সুনামগঞ্জ জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয় বিক্ষোভকারীরা।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, নুরুল আমিন ও মমিনুল হক কালারচাঁন প্রমুখ।

সভায় বক্তারা চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং বিএনপির ‘গণআন্দোলনের ফসল’ হিসেবে সরকারের রূপান্তর তুলে ধরেন।
আমিনুর রশিদ বলেন,

  • ছাত্রদের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছেন, অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে, যা বিএনপির আন্দোলনের অর্জন। অথচ কিছু নবগঠিত দল বড় বড় কথা বলছে—তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, যুবদল প্রতিরোধ গড়বে।

তিনি আরও বলেন,

  • স্বাধীনতা যুদ্ধে যারা রাজাকার ছিল, হানাদারদের দোসর ছিল, তারা যেন আবার ষড়যন্ত্রে না নামে। যারা স্বৈরাচার সরকারের সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে এখন গণতন্ত্রের বুলি ছড়াচ্ছে, তারাও সাবধান হোন।

তারেক রহমানকে নিয়ে ‘কটুক্তি ও অপপ্রচার’ বন্ধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন,

  • তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করা হলে যুবদল কঠোর প্রতিরোধ গড়বে।

বক্তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে গভীর অসন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতির ঘোষণা দেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ: অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা ও রাজনৈতিক প্রতিপক্ষকে হুঁশিয়ারি

প্রকাশঃ ০৬:১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে বিক্ষোভ করেছে সুনামগঞ্জ জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয় বিক্ষোভকারীরা।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, নুরুল আমিন ও মমিনুল হক কালারচাঁন প্রমুখ।

সভায় বক্তারা চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং বিএনপির ‘গণআন্দোলনের ফসল’ হিসেবে সরকারের রূপান্তর তুলে ধরেন।
আমিনুর রশিদ বলেন,

  • ছাত্রদের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছেন, অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে, যা বিএনপির আন্দোলনের অর্জন। অথচ কিছু নবগঠিত দল বড় বড় কথা বলছে—তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, যুবদল প্রতিরোধ গড়বে।

তিনি আরও বলেন,

  • স্বাধীনতা যুদ্ধে যারা রাজাকার ছিল, হানাদারদের দোসর ছিল, তারা যেন আবার ষড়যন্ত্রে না নামে। যারা স্বৈরাচার সরকারের সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে এখন গণতন্ত্রের বুলি ছড়াচ্ছে, তারাও সাবধান হোন।

তারেক রহমানকে নিয়ে ‘কটুক্তি ও অপপ্রচার’ বন্ধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন,

  • তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করা হলে যুবদল কঠোর প্রতিরোধ গড়বে।

বক্তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে গভীর অসন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতির ঘোষণা দেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”