ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে পিরোজপুরে জামায়াতের বিক্ষোভ

মো. ইমাম হোসেন । ক্যাম্পাস প্রতিনিধি
  • প্রকাশঃ ১১:১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / 2

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক ও সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান।

বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তারা অভিযোগ করেন, হামলাটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত হয়েছে।

নেতারা আরও বলেন, দেশে ক্রমবর্ধমান ফ্যাসিবাদী আচরণ বন্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা বলেন, একে অপরের প্রতি দোষারোপ না করে আসুন, সবাই মিলে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় দেশ গঠনের নতুন যাত্রা শুরু করি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে পিরোজপুরে জামায়াতের বিক্ষোভ

প্রকাশঃ ১১:১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক ও সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান।

বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তারা অভিযোগ করেন, হামলাটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত হয়েছে।

নেতারা আরও বলেন, দেশে ক্রমবর্ধমান ফ্যাসিবাদী আচরণ বন্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা বলেন, একে অপরের প্রতি দোষারোপ না করে আসুন, সবাই মিলে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় দেশ গঠনের নতুন যাত্রা শুরু করি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”