গোপালগঞ্জে হামলার পর আওয়ামী লীগ তওবার সুযোগ ও হারিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

- প্রকাশঃ ১১:১৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / 4
এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ | ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “গোপালগঞ্জে আমাদের নেতাকর্মীদের ওপর বর্বর হামলার পর আওয়ামী লীগ তওবা করারও সুযোগ হারিয়েছে।”
শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। হাসনাত বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন মানেই আমাদের মৃত্যুর পরোয়ানা। আমাদের জীবন এখন জনগণের হাতে বর্গা দেওয়া এক পরিণতির মধ্যে পড়ে গেছে। আমরা আর কোনো (সমঝোতায়) যাচ্ছি না।
তিনি আরও বলেন, বুধবার গোপালগঞ্জে যে হামলা চালানো হয়েছে, তা সরকারের চরম রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ শুধু গণতন্ত্র নয়, মানবিকতা এবং সহনশীলতাকেও হত্যার চেষ্টায় লিপ্ত হয়েছে।
দেশবাসীর উদ্দেশে হাসনাত বলেন, বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ এই আন্দোলন আমরা শুরু করেছি। এখন আপনাদের কাজ হচ্ছে এই লড়াইকে চূড়ান্ত পরিণতিতে পৌঁছানো।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশে রাজপথে শান্তিপূর্ণ গণআন্দোলন গড়ে তোলা হবে এবং আগামী দিনগুলোতে মাঠের আন্দোলন আরও বেগবান করা হবে।