নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন পাটওয়ারী সত্য উন্মোচন করায় আমাদের ওপর হামলা হয়েছে

- প্রকাশঃ ১১:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 1
তারুণ্যের শক্তিকে কেউ থামাতে পারবে না, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম | ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “কক্সবাজারে আমাদের নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী সত্য উন্মোচন করেছেন বলেই আমাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। বাঁশখালীতে আমাদের সংগঠকের ওপর হামলা হয়েছে, ব্যানারে আগুন দেওয়া হয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—বাঁধা দিলে, বাঁধবে লড়াই। এই লড়াইয়ে জিততেই হবে।”
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় ‘দেশ গড়তে জুলাই’ শীর্ষক পদযাত্রা শেষে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে বিকেল ৬টায় বহদ্দারহাট থেকে শুরু হয় পদযাত্রা, যা পথজুড়ে স্থানীয় জনতার ব্যাপক সাড়া পায়। সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিপ্লব উদ্যানে এসে পৌঁছান।
সমাবেশে চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এই চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এখানকার হাবিলদার রজব আলী, মাস্টার দা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদাররা বৃটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এই মাটি বিপ্লবের, এই মাটি মুক্তির। চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন এই বন্দর দিয়েই আরব বিশ্বের সুফি সাধকেরা ইসলাম প্রচারের জন্য এসেছিলেন।
তিনি আরও বলেন, আজ এই চট্টগ্রামকে নিয়েও চলছে গভীর ষড়যন্ত্র। আমরা বলতে চাই, কোনো অপশক্তি যদি চট্টগ্রামের বিরুদ্ধে চক্রান্ত করে, তবে সমগ্র বাংলাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে।
এ সময় তিনি তারুণ্যের শক্তিকে অব্যাহতভাবে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।