মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না: নাহিদ ইসলাম

- প্রকাশঃ ০৪:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / 5
মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না”—এ কথা স্পষ্ট করে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। কিন্তু নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। পরে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রা সহকর্মীদের নিয়ে আলফাত স্কয়ারে আসেন।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা আমাদের উপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন। এনসিপি গঠনের উদ্দেশ্যই হচ্ছে সেই ভঙ্গুর রাষ্ট্র মেরামত করা। তিনি আরও বলেন, মুজিববাদ নানা ছলে-বলে মাথাচাড়া দিয়ে উঠছে। এটি মানে একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলামবিদ্বেষ, সংখ্যালঘুদের জমি দখল, এবং ভারতের কাছে দেশের বর্গা দেওয়ার রাজনীতি। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলবো, নতুন বাংলাদেশ এখান থেকেই শুরু হবে।
এনসিপির কর্মসূচি ঘিরে শহরের বিভিন্ন প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করে। নেতাদের স্বাগত জানিয়ে মল্লিকপুর আব্দুজ জহুর সেতুসহ বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়। পদযাত্রাটি হবিগঞ্জ থেকে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ এসে পৌঁছায়।