“মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠাই রাজনীতি” — সুনামগঞ্জে এনসিপির পথসভায় আখতার হোসেন

- প্রকাশঃ ০৪:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / 3
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের আলফাত স্কয়ারে এক পথসভা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে এনসিপির সদস্যরা শহরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের খোঁজখবর নেন। পরে একটি শান্তিপূর্ণ পদযাত্রা করে তারা আলফাত স্কয়ারে সমবেত হন।
পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন,
মানুষের জীবনের নিরাপত্তা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং মানুষের সমস্যা সমাধানই আজকের রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। আমাদের এই পদযাত্রা সেই বার্তাই বহন করছে।
তিনি আরও বলেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা শোকাহত। এমনিতেই জুলাই মাস আমাদের জন্য শোকের মাস। গত বছর এই মাসেই বহু সহযোদ্ধাকে হারিয়েছি। এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অনিক রায় ও এহতেশামুল হক, সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সামান্তা শারমীন, জয়নাল আবেদীন শিশিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা) বলেন,
জুলাই পদযাত্রা শুধু কর্মসূচি নয়, এটি একটি প্রতিশ্রুতি—নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। যারা জীবনবাজি রেখে এই পরিবর্তনের ডাক দিয়েছিলেন, সুনামগঞ্জবাসী তাঁদেরকে শ্রদ্ধা জানাতেই আজ সমবেত।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, এই পদযাত্রা সারা দেশব্যাপী চলবে এবং প্রতিটি জেলার মানুষকে ঐক্যবদ্ধ করে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করবে।