কোন ভাবেই যেন আ;লীগের দোসরা বিএনপির সদস্য হতে না পারে — রেজাউল করিম বাদশা

- প্রকাশঃ ০৪:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / 13
বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি এবং ইউনিয়ন মহিলাদলের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তারা সংগঠনের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা রক্ষায় গুরুত্বারোপ করেছেন।
রবিবার বিকালে সদর উপজেলার ভবানীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেন,
তৃণমূল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে—কোনভাবেই যেন আওয়ামী লীগের দোষীরা বিএনপির সদস্য হতে না পারে।
তিনি নবগঠিত লাহিড়ীপাড়া ইউনিয়ন মহিলাদলের নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন,
দেশবিরোধী একটি রাজনৈতিক দল মহিলা ভোটারদের বিভ্রান্ত করে স্বর্গের টিকিট বিক্রির মতো প্রতারণা করছে। এদের থেকে সতর্ক থাকতে হবে এবং সামাজিকভাবে প্রতিহত করতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বগুড়া জেলা বিএনপির বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ।
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।
এছাড়াও বক্তব্য রাখেন:
-
জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সৈয়দ জহুরুল আলম
-
জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন
-
সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম
-
সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগম
-
জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আকতার
-
সাংগঠনিক সম্পাদক এ্যাড. রহিমা খাতুন মেরী
-
যুগ্ম সাধারণ সম্পাদক শায়লা ইসলাম মুক্তা
-
সদর উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু
-
সদর উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা
-
সাংগঠনিক সম্পাদক আঞ্জুয়ারা শহিদুল
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ—আব্দুল বাছেত, কামাল হোসেন, আবু জিন্নাহ সাকিদার, আলীউর রেজা, সারোয়ার হোসেন মুকুল, মোস্তাফিজার রহমান, এনামুল হক উকিল, টিপু সুলতান সেকুল, মতিয়ার রহমান, সুজন মিয়া, ফরিদ উদ্দিন এবং মহিলাদলের নেত্রী শিউলী বেগম, খোরশিদা বেগম, জোসনা বেগম, তাহেরা বানু প্রমুখ।
সম্মেলনের শেষ পর্যায়ে লাহিড়ীপাড়া ইউনিয়ন মহিলাদলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয় আঞ্জুয়ারা শহিদুলকে, সাধারণ সম্পাদক গোলাপী বেগম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোরশেদা বেগম।