এনসিপির অনুরোধে শহীদ মিনার থেকে শাহবাগে ছাত্রদলের সমাবেশ

- প্রকাশঃ ১২:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / 5
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ৩ আগস্টের পূর্বঘোষিত ছাত্র সমাবেশের স্থান শহীদ মিনার থেকে শাহবাগে সরিয়ে নিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘বারবার অনুরোধে’ এই সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল।
বুধবার (৩০ জুলাই) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম। কিন্তু আমরা কাঁটার পরিবর্তে ফুল দিলাম। আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম।
ছাত্রদল জানায়, কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ আগস্ট ছাত্র সমাবেশের জন্য তারা গত ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নেয়। তবে পরবর্তীতে এনসিপিও একই দিন ও স্থানে সমাবেশ করতে চায়। এনসিপির নেতারা ব্যক্তিগতভাবে ছাত্রদলের সাথে যোগাযোগ করে অনুরোধ জানান সমাবেশের স্থান পরিবর্তনের।
রাকিব বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচি স্থানান্তর খুবই কষ্টসাধ্য ও বিব্রতকর। তবুও রাজনৈতিক সহনশীলতার জায়গা থেকে আমরা এনসিপির অনুরোধ গ্রহণ করেছি। আমরা উদারতা দেখিয়েছি, শান্তি ও সহাবস্থানের রাজনীতি করেছি।
তিনি আরও বলেন, আমরা মনে করি, এই ঘটনা ছাত্ররাজনীতির ইতিহাসে শান্তি, সম্প্রীতি, উদারতা ও সৌহার্দ্যের অনন্য নজির হয়ে থাকবে। আমরা অন্যদের মতের প্রতি সম্মান দেখিয়েছি, আশা করি, তারা ভবিষ্যতে রাজনৈতিক সহাবস্থানের এই বার্তাকে মূল্যায়ন করবেন।
ছাত্রদল আশাবাদ জানিয়ে বলে, এই সিদ্ধান্তে যদি রাজধানীর কোনো সড়কে সাময়িক অসুবিধা হয়, তবে নগরবাসী বিষয়টির পেছনের কারণ ও সৌজন্যতাকে বিবেচনায় নেবেন।