দেশের মানুষ ভালো পরিবর্তন চায়— তারেক রহমান

- প্রকাশঃ ০৪:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 7
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত
দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর কাকরাইলে উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর কেন্দ্রীয় কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “প্রত্যেকটি মানুষ পরিবর্তন চাচ্ছে, একটি ভালো পরিবর্তন চাচ্ছে। এক বছর আগে ৫ আগস্ট বহু প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে দেশে। আমার কাছে মনে হয়েছে, ৫ আগস্ট হঠাৎ করে দেশের মানুষ বুকভরে শ্বাস নিতে পেরেছে। এই শ্বাস নেওয়ার পর মানুষ চায়, সামনের দিনগুলো আরও ভালো হোক।”
তিনি আরও বলেন, “দেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে, জুলাই-আগস্টেই দেড় হাজার এবং গত ১৫ বছরে কয়েক হাজার মানুষ গুম ও খুনের শিকার হয়েছে। একই সময়ে কয়েক লক্ষ মানুষ বিভিন্নভাবে আহত হয়েছেন। এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে পারি, তাহলেই আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
ড্যাব-এর এই কেন্দ্রীয় কাউন্সিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে চিকিৎসা খাতে নানা সমস্যা, সমাধান এবং পেশাজীবী ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।