সুশীলতায় দেশ চলে না, উদাহরণ ইউনূস সরকার: ডাকসু জিএস পদে স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান

- প্রকাশঃ ০৭:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / 25
ডাকসু সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান | ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান। নির্বাচনী ইশতেহারের পোস্টারে সিগারেট হাতে ও সানগ্লাস পরে তোলা ছবি ব্যবহার এবং বিতর্কিত মন্তব্যের কারণে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার পোস্টে লেখা ছিল— ‘ডাকসুতে আগুন লাগাতে চলে আসলাম বন্ধুরা’। একইসঙ্গে তিনি নিজেকে ‘গডফাদারের ওয়ার্কটাইম কনসিলিয়ারি’ হিসেবেও উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে কারও কাছে তার সাহসিকতা প্রশংসিত হলেও অনেকে প্রশ্ন তুলেছেন বক্তব্যের ধরণ ও অবস্থান ঘিরে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আশিকুর রহমান ব্যাখ্যা দিয়ে বলেন, সিগারেট দিয়ে যে আমি আগুন লাগাতে চলেছি—এটি আসলে একটি মেটাফর, অর্থাৎ রূপক। আমি ইংরেজি বিভাগের ছাত্র, এমন ভাষা ব্যবহার আমার জন্য স্বাভাবিক। এখানে আমি মূলত বোঝাতে চেয়েছি ডাকসুতে নতুন কিছু ঘটাতে চাই।
‘গডফাদারের কনসিলিয়ারি’ প্রসঙ্গে তিনি বলেন, “কনসিলিয়ারি মানে উপদেষ্টা। আমি নেতা হতে চাই না। আমার যে ভিপি হবে, তাকে কৌশলগত দিকনির্দেশনা দেব।
‘অডাসিটি’ প্রসঙ্গে আশিকুর বলেন, অডাসিটি থাকাটা কোনো অপরাধ নয়। বরং জিএস পদপ্রার্থীর জন্য অডাসিটি থাকা জরুরি। নিস্ক্রিয় থেকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। অতিরিক্ত সুশীলতা দিয়ে দেশ চলে না। এর বড় উদাহরণ হলো ইউনূস সরকার।
নিজেকে হযরত ওমর (রা.)–এর আদর্শ অনুসারী দাবি করে তিনি বলেন, আমি সমস্যার মূল জায়গায় আঘাত করি। কোনো সমস্যা যেন ঘুরেফিরে না আসে, সেটি নিশ্চিত করি। আমি সমস্যাকে চালিয়ে রাখি না, শেষ করে দিই।
শিক্ষকদের দাবি-দাওয়ার প্রসঙ্গেও আশিকুর নিজের অবস্থান তুলে ধরে বলেন, আমি আলোচনা করব, নেগোসিয়েশন করব। তারা যদি প্রমাণ করতে পারেন তাদের দাবি যৌক্তিক, তাহলে মানা হবে। আবার আমিও বোঝাব কেন আমার প্রস্তাব যথেষ্ট। আলোচনা হওয়া উচিত যুক্তির ভিত্তিতে।