রুমিন ফারহানাকে সাইবার বুলিং বন্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

- প্রকাশঃ ১২:৪৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / 13
হাসনাত আবদুল্লাহ | ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে রুমিন ফারহানাকে নিয়ে চলমান সাইবার বুলিং-এর বিষয়টি প্রকাশ করে সবাইকে এ ধরনের চর্চা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রুমিন ফারহানাকে বিভিন্নভাবে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন নারীর চরিত্রহনন করা উচিত নয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে।
হাসনাত আবদুল্লাহ আরও উল্লেখ করেন, আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, কিন্তু সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে। বিভেদ সৃষ্টি করলে সেই সুযোগ আওয়ামী লীগ কাজে লাগাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে ফাটল ধরেছে, তা থেকে শুধুমাত্র আওয়ামী লীগই লাভবান হচ্ছে।
রুমিন ফারহানার পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, কুৎসা, ব্যক্তিগত কুৎসা, ভিন্নমত দমন এবং ব্যক্তিগত চরিত্রহনন—এই বিষয়গুলো গণতন্ত্রের শত্রু। ৫ আগস্টের আগে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়েছিল, তা বজায় রাখতে হবে।
তিনি গুম হওয়া ব্যক্তিদের পরিবারদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং বলেন, যারা এখনো স্বজনদের সন্ধান পাচ্ছেন না, তাদের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্পষ্ট রোডম্যাপ এবং নীতিমালা প্রকাশ করতে হবে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমার লক্ষ্য সংস্কার প্রস্তাবগুলো আইনি কাঠামোর মধ্যে নিশ্চিত করা।