৩৫ বছর পর চাকসু নির্বাচন: ১২ অক্টোবর ভোটগ্রহণ

- প্রকাশঃ ০৭:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / 11
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর (রবিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
২৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর (সোমবার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪ সেপ্টেম্বর পর্যন্ত তালিকার বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে ১১ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রার্থিতা মনোনয়নের প্রক্রিয়া শুরু হবে। মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে। ১৬ ও ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা। যাচাই–বাছাই শেষে ১৮ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থীতালিকা।
এরপর নির্বাচন কার্যক্রমের শেষ ধাপ হিসেবে ১২ অক্টোবর ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে বলে জানান নির্বাচন কমিশনার। নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই ১২ সদস্যবিশিষ্ট কমিটি কাজ শুরু করেছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. আনোয়ার হোসেন, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীবসহ শিক্ষক–শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। ১৯৭০ সালে অনুষ্ঠিত হয় প্রথম চাকসু নির্বাচন। পরবর্তী সময়ে ১৯৭২, ১৯৭৪, ১৯৭৯, ১৯৮১ ও সর্বশেষ ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। ওই নির্বাচনের সময় ছাত্রনেতা ফারুকুজ্জামান নিহত হওয়ার ঘটনায় চাকসু কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার পর আসছে অক্টোবরে নতুন নির্বাচনের মধ্য দিয়ে আবারও সক্রিয় হচ্ছে চাকসু।