ড. ইউনূসের রাতের যোগাযোগ জামায়াতের সঙ্গে : বিএনপির সাবেক এমপি ফজলুর রহমান

- প্রকাশঃ ১২:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / 3
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ড. মুহাম্মদ ইউনূসের দল বলে দাবি করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি অভিযোগ করেন, জামায়াতের সঙ্গে ড. ইউনূসের নিয়মিত রাতের যোগাযোগ রয়েছে এবং প্রভাবশালীভাবে তারা রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করছে।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি না। এনসিপি তার দল, আর জামায়াতের সঙ্গে তার রাতের যোগাযোগ আছে। প্র্যাক্টিক্যালি জামায়াতই এখন দেশ চালাচ্ছে।
ফজলুর রহমান দাবি করেন, দেশের ব্যাংক ও অর্থনীতি থেকে শুরু করে শেয়ারবাজার পর্যন্ত জামায়াতের নিয়ন্ত্রণে। এমনকি তাদের প্রভাবে মাঠ প্রশাসন ও সচিব পর্যায়ের বদলি পর্যন্ত হচ্ছে। তিনি বলেন, দেশ তারা (জামায়াত) দখল করে ফেলছে। এটা আমার দল বিএনপি যত দ্রুত বুঝতে পারবে, দেশের জন্য ততই ভালো হবে।
সম্প্রতি বিএনপি থেকে তিন মাসের জন্য চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, আমি তো এখনো বিএনপি। তিন মাস পরে তারা তো আমাকে নিতেও পারে, আমিও থাকতে পারি। কাজেই আমি আছি বিএনপিতেই।
সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তার বয়স এখন ৮৭ বছর। মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম। তাকে গ্রেপ্তার করে অপমান করা হয়েছে। এ বিষয়ে নিন্দা জানানোর ভাষা আমার নেই।
বিএনপির বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়ে ফজলুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। না হলে একসময় এর খেসারত বিএনপিকেই দিতে হবে।